পরের বছর মার্চেই শেষ হবে কাজ! SIR নিয়ে বড় নির্দেশ কমিশনের

SIR In Bengal

প্রীতি পোদ্দার, কলকাতা: বিহার নিবার্চনের পর এবার ঈগলের চোখ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের উপর। ইতিমধ্যেই গত ৪ নভেম্বর থেকে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী বঙ্গে চালু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR In Bengal)। আর তারপর থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজার ঝড়। একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সিদ্ধান্তকে সময়োপযোগী বলে স্বাগত জানিয়েছেন, অন্যদিকে তৃণমূল এটিকে বিজেপি ও কমিশনের গাঁটবন্ধন বলে কটাক্ষ করছে। এমতাবস্থায় SIR প্রক্রিয়া শেষের সময়সীমা বেঁধে দিল কমিশন।

বড় আপডেট কমিশনের

পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী অফিসারের কার্যালয়ের সূত্র অনুযায়ী জানা গিয়েছে, বুথ-স্তরের অফিসারদের দ্বারা সংগৃহীত ফর্মগুলির ডিজিটাইজেশন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং শেষ আপডেট অনুযায়ী প্রায় ৫০ লক্ষ ফর্মের ডিজিটাইজেশন সম্পূর্ণ হয়েছে। কমিশনের নির্দেশ অনুসারে, গতকাল অর্থাৎ রবিবার থেকে ডিজিটাইজেশনের কাজ আরও দ্রুত করা হবে এবং আশা করা যাচ্ছে নভেম্বরের মধ্যেই তা শেষ হবে এমনই ইঙ্গিত দিলেন পশ্চিমবঙ্গের সিইও মনোজ কুমার আগরওয়াল। রিপোর্ট মোতাবেক গত শনিবার, জেলাশাসকদের এবং তাঁদের অধীনস্থ নির্বাচনী অফিসারদের সঙ্গে একটি জরুরি বৈঠকে অংশ নিয়েছিলেন পশ্চিমবঙ্গের সিইও, সেখানেই এই সময়সীমা নির্ধারণ করা হয়।

কলকাতায় আসছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন

জানা গিয়েছে গত ১৫ নভেম্বর, শনিবার, একটি জরুরি বৈঠক করেছিলেন পশ্চিমবঙ্গের সিইও মনোজ কুমার আগরওয়াল। সেখানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন কমিশনের শীর্ষ কর্মকর্তারা। সেখানে ঠিক হয় পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়াটি পর্যালোচনা করার জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিশনের চার সদস্যের একটি দল পশ্চিমবঙ্গে আসতে চলেছে। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ এবং মালদহে SIR-এর অগ্রগতি পর্যালোচনা করবে। ১৮ নভেম্বর তাঁরা কলকাতায় আসবেন এবং ২১ নভেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় তদারকি চালাবে নির্বাচনের এই দল। আশা করা যাচ্ছে পুরো প্রক্রিয়াটি ২০১৬ এর মার্চ মাসের মধ্যে শেষ হবে।

আরও পড়ুন: মেধার জোরে পরীক্ষা দিয়েও ইন্টারভিউতে ডাক নেই! ফের বিকাশ ভবন অভিযান চাকরিপ্রার্থীদের

প্রসঙ্গত, রাজ্যে SIR নিয়ে যেভাবে একের পর এক নিয়ম উঠে আসছে, সেই পর্যায়ে দাঁড়িয়ে রাজ্যের অধিকাংশ BLO-দের ক্ষোভ, নিত্যনতুন ফর্মুলা এবং অ্যাপ বদল করে কাজের পরিকাঠামো আরও জটিল করে দিচ্ছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই অনেক বিএলও কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল অর্থাৎ রবিবার সকালে কলকাতার পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের ২০৫ পার্টের বিএলও অনিমেষ নন্দী অসুস্থ হয়ে পড়েন। তাঁকে বেলেঘাটার এক হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে, বীরভূমের বোলপুর-শ্রীনিকেতন ব্লকের লোহারগড় গ্রামে গোলাম নেহরু মণ্ডল নামে এক বিএলও অসুস্থ হয়ে পড়েছেন। আর তাই নিয়ে ফের কমিশনের দিকে আঙুল তুলছে প্রশাসন।

Leave a Comment