পলাশের সাথে বিয়ে ভেঙে দিলেন স্মৃতি মান্ধানা, কারণ জানেন?

Smriti Mandhana Wedding is called off

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবশেষে জল্পনাতেই পড়ল সীলমোহর। সংগীত পরিচালক পলাশ মুচ্ছলের সাথে বিয়ে (Smriti Mandhana Wedding) ভেঙে দিলেন বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানা। এ নিয়ে একেবারে সর্বসমক্ষে ভারতীয় মহিলা ক্রিকেটের স্পষ্ট জানিয়েছেন, যা হয়ে গিয়েছে, তা নিয়ে আর ভাবতে চান না। এই মুহূর্তে সমস্ত ভুল পেছনে ফেলে এগিয়ে যেতে চান তিনি। কিন্তু কেন পছন্দের মানুষের সাথে জীবনের বাকি সময় কাটাতে চান না স্মৃতি?

কেন বিয়ে ভাঙলেন স্মৃতি মান্ধানা?

23 নভেম্বর, সুপরিচিত গায়ক পলাশের সাথে সাত পাক বাঁধা পরার কথা ছিল ভারতীয় মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানার। বিবাহ অনুষ্ঠানের প্রস্তুতিও চলছিল জোর কদমে। এরই মাঝে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তারপরই বিয়ে স্থগিত রাখার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের সদস্য স্মৃতি।

বাবার অসুস্থতার দিনই খবর আসে বিশ্বজয়ী মহিলা ক্রিকেটারের হবু স্বামী পলাশও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। পরে খোঁজখবর নিয়ে জানা যায়, প্রচন্ড জ্বরের কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল জনপ্রিয় গায়ককে। যদিও পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে হোটেলে ফিরেছিলেন তিনি। আর এরপর থেকেই রটে যায় পলাশ এবং স্মৃতির জীবনে ঢুকে পড়েছেন কোনও তৃতীয় ব্যক্তি। যা নিয়ে কম আলোচনা চলেনি নেট দুনিয়ায়। শোনা গিয়েছিল, বিয়ের অনুষ্ঠান চলাকালীনই এক করিওগ্রাফারের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন পলাশ। তাঁদের মধ্যে নানান গভীর কথাও চালাচালি হয় মেসেজের মাধ্যমে।

অবশ্যই পড়ুন: “ভারতকে হামাগুড়ি দিতে দেখতে চাই!” সিরিজ হেরেও অহংকার গেল না দক্ষিণ আফ্রিকার কোচের?

শেষ পর্যন্ত এও শোনা গিয়েছিল, পলাশ বিশ্বাসঘাতকতা করায় এবার বিয়ে ভেঙে দিতে পারেন স্মৃতি। শেষ পর্যন্ত তেমনটাই হল। রবিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে স্মৃতি মান্ধানা একেবারে সরাসরি জানিয়ে দিলেন, পলাশের সাথে বিয়ে ভেঙে দিচ্ছেন তিনি। তবে এর কারণ কী, তা জানাননি ভারতীয় মহিলা ক্রিকেটার। তাঁর কথায়, তিনি খুব গোপন স্বভাবের মানুষ। নিজের ব্যক্তিগত জীবন সকলের সামনে উজাড় করে দিতে পছন্দ করেন না। তাই বিস্তারিতভাবে কিছু জানাতে চান না স্মৃতি। তবে নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু না জানালেও স্মৃতি জানিয়েছেন, আপাতত পুরনো ভুলগুলো ভুলে এগিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য। সেই সাথে কঠিন সময়ে পাশে থাকার জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় তারকা।

Smriti Mandhana Wedding is called off

Leave a Comment