সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের ওবিসি তালিকা (OBC List West Bengal) নিয়ে বিতর্ক কিছুতেই থামছে না। কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত ৭৭টি সম্প্রদায় বাতিল হওয়ার পর এবার জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন কেন্দ্রীয় অবৈধ তালিকা থেকে ৩৫টি সম্প্রদায়কে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। আর এই ৩৫টিই মুসলিম সম্প্রদায়ভুক্ত। ফলত রাজনৈতিক ডামাডোল এবার তুঙ্গে। এরই মাঝে সরব হলেন বিজেপি আইটি সেলের জাতীয় আহ্বায়ক অমিত মালব্য।
ধর্মের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস ‘অবৈধ’
জানিয়ে রাখি, ২০২৪ সালের ২২ মে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল যে, পশ্চিমবঙ্গ সরকার ২০১০ সালের পর যেভাবে ৭৭টি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করেছে, তা সম্পূর্ণ অবৈধ। আদালত স্পষ্ট জানায়, ধর্মকে ভিত্তি করে কোনও সম্প্রদায়কে ওবিসি হিসেবে ঘোষণা করা সংবিধানের নিয়মের বাইরে। এর ফলে ২০১০ থেকে বর্তমান পর্যন্ত লক্ষ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়। আর হাইকোর্টের নির্দেশে আরও ৩৭টি শ্রেণী আলোচনায় আসে। ফলে মোট ১১৪টি শ্রেণী এর ফলে প্রভাবিত হয়।
তবে হাইকোর্টের রায়ের পর জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন খতিয়ে দেখেছে, যে সমস্ত সম্প্রদায়ের সার্টিফিকেট রাজ্য সরকার বাতিল করেছে, তার মধ্যে বেশ কিছু সম্প্রদায় ২০১৪ সালে কেন্দ্রীয় ওবিসি তালিকায় যুক্ত ছিল পশ্চিমবঙ্গ সরকারের সুপারিশে। তদন্ত দেখা গিয়েছে, ৩৫টি সম্প্রদায় ওই তালিকায় রয়েছে এবং প্রত্যেকটি সম্প্রদায়ই মুসলিম। সেই কারণেই এবার এই সম্প্রদায়গুলিকে কেন্দ্রীয় তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: গত ৫ বছরে দেশে বন্ধ হয়েছে ২ লক্ষের বেশি প্রাইভেট কোম্পানি! জানাল সরকার
অমিত মালব্যর এক্স পোষ্ট নিয়ে বিতর্ক তুঙ্গে
সম্প্রতি বিজেপি নেতা অমিত মালব্য এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, কেন্দ্রীয় জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় ওবিসি তালিকা থেকে ৩৫টি জাতিকে বাদ দিয়েছে। আর এই ৩৫টি সম্প্রদায়ের মধ্যে প্রত্যেকটি মুসলিম। জাতিগত পিছনে থাকা হিন্দু সম্প্রদায়ের কোটা বঞ্চিত করেই রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছিল তারা। আর মোদি সরকার সেই নীতি সংশোধন করেছে। তবে তাঁর এই বক্তব্য সামনে আসতেই আবারও শাসক ও বিরোধী দলের মধ্যে কোন্দল শুরু হচ্ছে। এখন দেখার এই ৩৫টি সম্প্রদায়কে কেন্দ্রীয় ওবিসি তালিকা থেকে বাদ দেওয়া হয় কিনা।
NCBC Strikes down 35 Castes from West Bengal in Central OBC List – All of them Muslim
The NCBC has removed 35 castes from the Central OBC List and every single one of them belongs to the Muslim community.
This raises serious questions about the policy of clubbing religious… pic.twitter.com/L4TZcwqHIj
— Amit Malviya (@amitmalviya) December 3, 2025