পশ্চিমবঙ্গ থেকে মাছ আমদানি, কলকাতা থেকে বিমান! বড় সিদ্ধান্ত চিনের

China Will Import Fish From West Bengal,

সহেলি মিত্র, কলকাতা: মাছে ভাতে বাঙালি, এ কথা তো সবাই জানেন। অনেকেই ভেবে থাকেন যে মাছ ভাত শুধু বাঙালিরাই খেতে ভালোবাসেন। আপনিও কি একই জিনিস ভাবেন? তাহলে ভুল ভাবছেন। বিশ্বের এমন অনেক দেশ আছে যেখানকার মানুষ মাছ ভাত বলতে অজ্ঞান। যেমন চিন, এই দেশে মানুষ মাছ ভাত খেতে খুবই ভালোবাসেন। এবার এই চিনের নজর পড়ল বাংলার দিকে। শি জিনপিং-এর দেশ বাংলা থেকে বিপুল পরিমাণে মাছ কিনতে ইচ্ছুক।

বাংলার থেকে মাছ কিনবে চিন!

কলকাতায় থাকা চিনা দূতাবাসের থেকে বড় দাবি করা হয়েছে। বলা হয়েছে যে চিন বর্তমান সময়ে বাংলা থেকে চিংড়িসহ বেশ কিছু মাছ রপ্তানি করার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেছে (China Will Import Fish From West Bengal)। জানলে অবাক হবেন বাংলা থেকে গত তিন বছরে চিনে চিংড়ি মাছ সহ বিভিন্ন মাছ ব্যাপক পরিমাণে মাছ রপ্তানি বৃদ্ধি পেয়েছে। আগামী দিনে এই রপ্তানি প্রক্রিয়া আরো বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

কলকাতা থেকে ফের চিনের উদ্দেশ্যে শুরু হচ্ছে বিমান পরিষেবা

এদিকে দীর্ঘ পাঁচ বছর পর ভারত এবং চিনের মধ্যে নতুন করে শুরু হচ্ছে বিমান পরিষেবা। ভারত-চিন সম্পর্ক জোরদার করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে, আজ ২৬ অক্টোবর থেকে পাঁচ বছরেরও বেশি সময় পর দুই প্রতিবেশী দেশের মধ্যে নিয়মিত সরাসরি বিমান যোগাযোগ পুনরায় শুরু হতে চলেছে। IndiGo ২৬ অক্টোবর থেকে কলকাতা এবং গুয়াংজুতে তাদের বিমান পরিষেবা পুনরায় চালু করবে, আর চায়না ইস্টার্ন এয়ারলাইন্স ৯ নভেম্বর থেকে সাংহাই-দিল্লি পরিষেবা পুনরায় চালু করবে।

কলকাতায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চিনের কনসাল জেনারেল জু ওয়েই বলেন, এই পদক্ষেপটি উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রক এবং বেসামরিক বিমান চলাচল বিভাগের ৭৫ বছরের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এসেছে।   বাণিজ্য এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে তাদের ৭৫ বছরের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করা যায় সেই লক্ষ্যে পদক্ষেপটি নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ মহিলা ভিক্ষুকের কাছ থেকে উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা! দেখে চক্ষু চড়কগাছ স্থানীয়দের

তিনি জানান, “৫ বছরেরও বেশি সময় পর ২৬ অক্টোবর ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা পুনরায় শুরু হবে, ইন্ডিগো কলকাতা ও গুয়াংজুর মধ্যে ফ্লাইট পুনরায় চালু করার জন্য প্রস্তুত।” ইন্ডিগোর বিনয় মালহোত্রা বলেন, “দিল্লি থেকে পুনরায় চালু রুটের পাশাপাশি কলকাতা ও গুয়াংজুর মধ্যে প্রতিদিন সরাসরি ফ্লাইট পরিচালনার মাধ্যমে চিনের সঙ্গে আমাদের যোগাযোগ বৃদ্ধি করতে পেরে আমরা আনন্দিত।” চায়না ইস্টার্ন এয়ারলাইন্স ৯ নভেম্বর থেকে সাংহাই এবং দিল্লির মধ্যে ফ্লাইট পুনরায় শুরু করবে,” জু ওয়েই ঘোষণা করেন। তিনি আরও বলেন, চায়না ইস্টার্ন এয়ারলাইন্স সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে – বুধবার, শনিবার এবং রবিবার । চলবে A330-200 বিমান।

Leave a Comment