পশ্চিমী ঝঞ্ঝা-ঘূর্ণাবর্তের দাপট, পারদ বৃদ্ধি দক্ষিণবঙ্গে, ফের কবে কনকনে শীত? আজকের আবহাওয়া

Weather Today Winter

সহেলি মিত্র, কলকাতাঃ কয়েকদিন একটানা কনকনে শীতের পর পারদ চড়ছে বাংলার। সর্বনিম্ন তাপমাত্রা আগের তুলনায় বেশ খানিকটা বেড়েছে। এক কথা কয়েক ঘণ্টার মধ্যে ব্যাপকভাবে ডিগবাজি খেয়েছে বাংলার আবহাওয়া। সৌজন্যে পশ্চিমী ঝঞ্ঝা। এছাড়া আবার ঘূর্ণাবর্তও তৈরি হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, যতক্ষণ না এই ঝঞ্ঝার প্রভাব কাটবে ততক্ষণ বাংলার আবহাওয়া এরকমই থাকবে। এদিকে এখন ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় চলছে। এখনই যদি এরকম আবহাওয়ার হাল হয় তাহলে তো সামনে অনেকটা সময় পড়ে রয়েছে। বাংলার মানুষ প্রশ্ন তুলছেন বঙ্গবাসী ফের কবে কনকনে শীতের অনুভূতি পাবেন? আজ মঙ্গলবারই বা বাংলার আবহাওয়া (Weather Today) কেমন থাকবে? চলুন জেনে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গে বেলা বাড়লে হালকা গরম থাকলেও ভোর কিংবা বিকেল গড়ালেই ভালোরকম শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে পশ্চিমের জেলা এবং বীরভূমে শীতের কামড় অব্যাহত রয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েক দিন রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা সামান্য উপরের দিকেই থাকবে। আজ পশ্চিমের জেলা অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। এছাড়া ঠান্ডা থাকবে বীরভূম জেলাতেও। বৃষ্টির সম্ভাবন নেই।

আসলে উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। পাশাপাশি পাকিস্তান সংলগ্ন জম্মু-কাশ্মীরে রয়েছে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত। নতুন করে ১৭ ডিসেম্বর আর একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে। এ দিকে দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং সংলগ্ন লাক্ষাদ্বীপ এলাকাতেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সব মিলিয়ে এসবের প্রভাবের জেরে বাংলার তাপমাত্রা উর্ধ্বমুখী হয়ে রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। উত্তরবঙ্গে সকালবেলা কুয়াশার দাপট বেশি থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার-এ কুয়াশার সম্ভাবনা তুলনামূলক বেশি। পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। উপরের দিকের পাঁচ জেলায় তাপমাত্রা থাকবে ৯ থেকে ১৩ ডিগ্রির ঘরে। মালদহ ও সংলগ্ন নীচের দিকের জেলাগুলিতে পারদ থাকবে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে।

Leave a Comment