পশ্চিমী দুনিয়ার হুঙ্কারের মাঝেই ফের বেড়ে উঠছে ভারত-রাশিয়া-চিনের ত্রিপক্ষীয় জোট

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের মাথা উঁচু করে দাঁড়াতে চলেছে রাশিয়া-ভারত-চিন ত্রিপক্ষীয় জোট। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, এই ত্রিপক্ষীয় জোটের উদ্যোগে সমর্থন জানিয়ে বেইজিং বলেছে, এই জোট যে শুধুমাত্র তিন দেশের স্বার্থে তেমনটা নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য এই জোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনপক্ষের জোট নিয়ে আশাবাদী রাশিয়াও।

চিন ও ভারতের সাথে আলোচনায় বসেছে রাশিয়া

রাশিয়ার সংবাদমাধ্যম ইজভেস্তিয়া স্পষ্ট দাবি করেছে, রুশ উপরাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো নাকি জানিয়েছেন, রাশিয়া এই ত্রিপক্ষীয় জোট নিয়ে প্রবল আশাবাদী। দ্রুত এই জোট চালু করতে চিন ও ভারতের সাথে আলোচনা চলছে বলেও দাবি করেন রাশিয়ার উপরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও জানান, তিন পক্ষের জোট নিয়ে আমরা দুই দেশের সাথেই আলোচনা করেছি।

এই জোট চালু করা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কারণ, রাশিয়া, ভারত এবং চিন, এই তিনটি দেশই কৌশলগত অংশীদার ও ব্রিকসের প্রধান সদস্য। এরপরই আন্দ্রেই বলে ওঠেন, এই জোটের কার্যক্রম চালু রাখতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে এই ত্রিপক্ষীয় কাঠামোতে কাজ করতে রাজি হবে দেশগুলি।

জোট নিয়ে চিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য

সম্প্রতি চিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ানকে রাশিয়ার উপরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিছু বলতে বলা হলে তিনি দাবি করেন, চিন, রাশিয়া এবং ভারতের এই জোট শুধুমাত্র তিন দেশের স্বার্থে নয়, পাশাপাশি আঞ্চলিক, বৈশ্বিক শান্তি সহ নিরাপত্তার স্বার্থে এই জোট আদতে গুরুত্বপূর্ণ।

 

ভারত-চিন সম্পর্ক গভীর হওয়ার পথে

আসলে লাদাখ সংঘাতের পর ভারতের সাথে চিনের সম্পর্ক বড়সড় ধাক্কা খায়। মূলত সেই ধাক্কা নিয়েই দীর্ঘদিন দু’দেশের মধ্যে চলছিল ঠান্ডা লড়াই। তবে গত বছর অর্থাৎ 2024 সালে ব্রিকস সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং কাজানে একটি বৈঠকে বসেন। ওয়াকিবহাল মহলের মতে, এই বৈঠকের পর থেকেই দু’দেশের সম্পর্ক ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেছে।

অবশ্যই পড়ুন: এগোচ্ছে ইয়েলো লাইন! শুরু হল এয়ারপোর্ট থেকে বিরাটি মেট্রো রুটের কাজ

তাছাড়াও, বিদেশ মন্ত্রী এস জয় শংকর থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালদের চিন সফরের মধ্যে দিয়ে দু’দেশের সম্পর্ক পুরনো অবস্থানে ফেরার পথে। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রী ল্যাভরভ দাবি করছেন, রাশিয়া চায় ভারত এবং চিনের সাথে ফের ত্রিপক্ষীয় জোট গড়ে তুলতে।

কেননা, এই দু’দেশের সাথেই মস্কোর সম্পর্ক অনেকটাই গভীর। সব মিলিয়ে, সমস্ত প্রতিকূলতা কাটিয়ে যদি আগামী দিনে রাশিয়া-ভারত-চিন ত্রিপক্ষীয় জোট মাথা চাড়া দেয়, সে ক্ষেত্রে তিন দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি চমকে যাবে গোটা বিশ্ব। তাছাড়াও পশ্চিমে দুনিয়ার হাঙ্কারের মাঝে এই ত্রিশক্তির এক হওয়া আমেরিকাকে অন্তত চিন্তায় ফেলে দেবে, এমনটাই দাবি বহু কূটনীতিবিদের।

Leave a Comment