সৌভিক মুখার্জী, কলকাতা: বলিউডে অভিষেক মানেই হাজারো চোখের নজর, আর প্রত্যাশার পাহাড়! আর সেই প্রত্যাশা ঠিক তখনই পূরণ হয়, যখন বক্স অফিসে ঝড় ওঠে। হ্যাঁ, এমনই ঘটেছে মোহিত সুরির পরিচালিত রোমান্টিক মুভি সাইয়ারা’র (Saiyaara) ক্ষেত্রে। সদ্য ডেবিউ করেছে অহন পান্ডে এবং অনীত পাড্ডা। মাত্র পাঁচ দিনেই তাদের ছবি আয় করে ফেলল 129.25 কোটি টাকা! সবথেকে বড় ব্যাপার, এর জেরে সায়ারা পৌঁছে গেলে 2025 সালের হিন্দি সিনেমার পঞ্চম সর্বাধিক আয়কারী ছবির তালিকায়।
চারদিনে রেকর্ড গড়ল ‘সাইয়ারা’
বক্স অফিসের রিপোর্ট বলছে, শুক্রবার অর্থাৎ প্রথম দিন এই ছবি আয় করেছে 21.5 কোটি টাকা। দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার আয় করেছে 26 কোটি টাকা, তৃতীয় দিন অর্থাৎ রবিবার আয় করেছে 35.75 কোটি টাকা এবং চতুর্থ দিন অর্থাৎ সোমবার আয় করেছে 22.5 কোটি টাকা। পাশাপাশি পঞ্চম দিন অর্থাৎ মঙ্গলবারও 25.50 কোটি টাকা আয় করেছে এই সিনেমা।
ফলে এই ছবির মোট আয় দাঁড়িয়েছে মাত্র পাঁচ দিনে 129.25 কোটি টাকা। তবে চারদিনের পরিসংখ্যানের নিরিখেই ‘সাইয়ারা’ পিছনে ফেলে দিয়েছিল কিছু নামিদামি সিনেমাকে। হ্যাঁ, অক্ষয় কুমারের ‘কেশরী 2’ সিনেমাটি চারদিনে আয় করেছিল 92.58 কোটি টাকা। আর সানি দেওয়ালের ‘জাট’ সিনেমা আয় করেছিল 88.72 কোটি টাকা। সেখানে সাইয়ারা চারদিনে আয় করেছে 105.75 কোটি টাকা।
#Saiyaara is on a RECORD-BREAKING spree, surpassing all expectations yet again on Tuesday. #IndiaBiz
⭐️ Day 1: ₹21.25 Cr
⭐️ Day 2: ₹24.75 Cr
⭐️ Day 3: ₹34.50 Cr
⭐️ Day 4: ₹23.25 Cr
⭐️ Day 5: ₹25.50 Cr [early est.]Total: ₹129.25 Cr nett (approx.)
MEGA BLOCKBUSTER. ⌛️🫡
— Bollywood Box Office (@Bolly_BoxOffice) July 22, 2025
ডেবিউ করেই অভিজ্ঞদের টেক্কা
‘সাইয়ারা’ মুভির সবথেকে বড় চমক, এই ছবিতে কোনো সুপারস্টার নেই। কিন্তু গল্প, আবেগ আর গানের জেরে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে এই মুভি। হ্যাঁ, অহন আর অনীত জুটি যে দর্শকদের মনে ছাপ ফেলেছে, তা সিনেমার হাউসফুল হলগুলির মধ্যেই দেখা যাচ্ছে। আর এর পেছনে রয়েছে মোহিত সুরির জাদু।
প্রসঙ্গত, চারদিন পর সাইয়ারা ছিল ঠিক দুটি ছবির পিছনে। হ্যাঁ, সিকান্দার মুভিটি আয় করেছিল 110.36 কোটি টাকা, আর স্কাই ফোর্স ছবিটি আয় করেছিল 113.62 কোটি টাকা। তবে মাত্র 5 দিনেই সাইয়ারা টপকে গেল এই দুই সিনেমাকে। আর বর্তমানে এটিই সপ্তাহের শেষে 2025 সালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ছবি।
আরও পড়ুনঃ ৮৫০ টাকা বাড়ল সোনার দাম, ওদিকে ১৩০০ টাকা ঊর্ধ্বগতি রুপো! আজকে রেট
2025 সালের সেরা পাঁচ হিন্দি ছবি
যদি আমরা চলতি বছরের সেরা হিন্দি ছবিগুলির তালিকা দেখি, তাহলে প্রথমেই রয়েছে ‘ছাভা’, যা 585.70 কোটি টাকা আয় করেছে। ‘হাউসফুল 5’ আয় করেছে 183.68 কোটি টাকা, ‘রেইড 2’ আয় করেছে 173.44 কোটি টাকা, ‘স্কাই ফোর্স’ আয় হয়েছে 113.62 কোটি টাকা, ‘সিকান্দার’ আয় কয়েছে 110.36 কোটি টাকা। আর মাত্র পাঁচ দিনেই 129.25 কোটি টাকা আয় করে ফেলেছে ‘সাইয়ারা’।
তবে এই মুহূর্তে সাইয়ারার সামনে সেরকম কোনো বড় প্রতিদ্বন্দ্বী নেই। কারণ ‘সন অফ সরদার 2’ এর মুক্তি আগামী 1 আগস্টে পিছিয়ে গিয়েছে। ফলে এখনো বেশ কিছুদিন এই ছবিটি নিজেদের দৌরাত্ম বজায় রাখতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছে, এরকম গতি চলতে থাকলে প্রথম সপ্তাহেই 150 কোটি টাকার গণ্ডি পার করে ফেলবে ‘সাইয়ারা’।