বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলগাঁও জঙ্গি হামলার পর অপারেশন সিঁদুর চালিয়ে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত। কার্যত ইসলামাবাদের বুকের উপর দাঁড়িয়ে একেবারে তাণ্ডব চালিয়েছে ভারতীয় সেনা! কিন্তু তাতেও নিজেকে শুধরে নেয়নি পাকিস্তান!
আজও ভারতের বিরুদ্ধে কুঁচুটে বুদ্ধি এঁটে চলেছে পশ্চিমের দেশ। তাই পাকিস্তানকে একপ্রকার কোনঠাসা করতে দেশের স্বার্থে বড় পদক্ষেপ নিল নয়া দিল্লি। জানা যাচ্ছে, 28 আগষ্ট অর্থাৎ গতকাল দিল্লিতে অনুষ্ঠিত ভারত-সৌদি আরব যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটির সপ্তম বৈঠকে আরব দেশটিকে বড় প্রস্তাব (India Proposal To Saudi Arabia) দিয়েছে ভারত।
প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করছে দুই দেশ
প্রেস ইনফরমেশন ব্যুরোর রিপোর্ট অনুযায়ী, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে নয়াদিল্লির ওই বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব অমিতাভ প্রসাদ এবং সৌদির পক্ষ থেকে স্টাফ মেজর জেনারেল সাধ মহম্মদ এইচ আলকাথরি সভাপতিত্ব করেছিলেন। রিপোর্ট অনুযায়ী, এদিন দুই দেশ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে প্রতিশ্রুতি ব্যক্ত করে। পাশাপাশি গত যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটির বৈঠকে গৃহীত বেশীরভাগ সিদ্ধান্ত বাস্তবায়ন হওয়ায় তীব্র উচ্ছ্বাস প্রকাশ করেছে দুই দেশের অফিসিয়ালরা।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করতে এবং সহযোগিতার নতুন ক্ষেত্রগুলি খুঁজে বের করতে ভারত এবং সৌদি আরব প্রশিক্ষণ সহযোগিতা, শিল্প অংশীদারিত্ব, সামুদ্রিক সহযোগিতা এবং সামরিক মহড়ার মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করেছে।
এছাড়াও দুই দেশ তাদের প্রশিক্ষণ ক্ষমতা এবং প্রয়োজনীয়তা নিয়েও কথাবার্তা চালিয়েছে। বলে রাখি, ভারত ইতিমধ্যেই সৌদির সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দিয়েছে। তাছাড়াও সাইবার, তথ্যপ্রযুক্তি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং কৌশলগত সহযোগিতার ক্ষেত্রে দেশটির সাথে আলোচনা করেছে দিল্লি।
প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদন নিয়েও কথা হয়েছে
ভারতীয় প্রতিরক্ষা বিভাগ জানায়, নয়া দিল্লির ওই বৈঠকে ভারতের প্রতিনিধি দেশের প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রে ক্রমবর্ধমান সক্ষমতা বৃদ্ধির কথা উল্লেখ করে সৌদি আরবের সাথে প্রতিরক্ষা সরঞ্জামের যৌথ উৎপাদন এবং অংশীদারিত্ব নিয়ে কথা বলেছে। জানা যায় দুপক্ষই, চলতি বছর নৌ ও সেনা কর্মীদের আলোচনার সফল আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং আগামীতে আলোচনা চালিয়ে যেতে সম্মতি দিয়েছে। বিশ্লেষকদের মতে, এই বৈঠক সফল হওয়ায় আগামী দিনে ভারত ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্ব আরও জোরদার হবে।
অবশ্যই পড়ুন: ঘুঁচবে ট্রাম্পের দাপাদাপি! রাষ্ট্রপতি মুর্মুকে জিনপিংয়ের চিঠির পরই কাছাকাছি ঘেঁষছে ভারত-চিন
উল্লেখ্য, এতদিন সৌদি আরবের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে এসেছে পাক সেনাবাহিনী। শুধু তাই নয়, পাকিস্তানের সেনাবাহিনীর সাথে সৌদি আরবের সেনাবাহিনীও যৌথ মহড়ায় অংশগ্রহণ করেছে বহুবার। রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান এবং সৌদি আরব উভয় দেশেই এই যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে। আসলে পূর্বের সমঝোতা চুক্তি থেকে একে অপরের সাথে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করেছিল দুই দেশ। আর ঠিক সেই আবহে ভারতের সাথে সৌদি আরবের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত বৈঠক এবং দেশটির সেনাবাহিনীকে ভারতের তরফে প্রশিক্ষণের প্রস্তাব যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনীতিকরা।