পাকিস্তানি খেলোয়াড়দের সাথে হাত মেলাবেন বৈভব সূর্যবংশী সহ বাকিরা? পরামর্শ ICC-র

India Vs Pakistan under 19 Asia Cup ICC big message

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বড়দের এশিয়া কাপে সফল হয়েছে ভারত। এবার পালা ছোটদের। আজ অর্থাৎ 12 ডিসেম্বর থেকেই শুরু হয়ে গেল অনূর্ধ্ব 19 এশিয়া কাপ টুর্নামেন্ট। এই আসরে একে অপরের বিরুদ্ধে লড়বে মোট 8টি দল। আগামী 14 ডিসেম্বর, রবিবার এশিয়ার সবচেয়ে বড় প্রতিদ্বন্দী পাকিস্তানের মুখ দেখবে টিম ইন্ডিয়া (India Vs Pakistan)। আর সেই ম্যাচেই পাক খেলোয়াড়দের সাথে হাত মিলিয়ে চলতে হবে বৈভব সূর্যবংশীদের। এমনটাই নাকি পরামর্শ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের। তাহলে কি অনূর্ধ্ব-19 এশিয়া কাপের মঞ্চে নিজেদের অবস্থান থেকে সরে যেতে হবে ভারতকে? পাকিস্তানি প্লেয়ারদের সাথে করমর্দন করবেন বৈভব সহ বাকিরা?

পাকিস্তানি প্লেয়ারদের সাথে হাত মেলাবেন বৈভবরা?

Tv 9 এর প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নাকি সরাসরি ভারতীয় প্লেয়ারদের পাক খেলোয়াড়দের সাথে হাত মিলিয়ে চলার পরামর্শ দিয়ে দিয়েছে। তবে সেই পরামর্শ মানাটা সম্পূর্ণ নির্ভর করছে টিম ইন্ডিয়ার প্রধান কোচ এবং টিম ম্যানেজমেন্টের উপর। বেশ কয়েকটি সূত্র বলছে, ভারতের অনূর্ধ্ব 19 দলের কোচ ঋষিকেশ কনিতকর এবং টিম ম্যানেজার আনন্দ দাতার সিদ্ধান্ত নেবেন ভারতীয় দলের ছেলেরা পাক প্লেয়ারদের সাথে হাত মেলাবেন কিনা।

আসলে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে শুধুই পরামর্শ দেওয়া হয়েছে। কোনও আদেশ আসেনি। তাছাড়াও ICC র নিয়মে কোথাও লেখা নেই, দুই দলের প্লেয়ারদের একে অপরের মধ্যে করমর্দন করাটা বাধ্যতামূলক। আসলে এটা ক্রিকেটের ক্ষেত্রে একটি সৌজন্যতা। সেক্ষেত্রে কোনও দল যদি সেই সৌজন্যতা দেখাতে না চান তারা সেটা পারেন। কাজেই বোঝাই যাচ্ছে, হয়তো অন্যান্যদের মতোই ভারতের অনূর্ধ্ব 19 দলের ছেলেরাও পাক প্লেয়ারদের সাথে করমর্দন করা থেকে বিরত থাকবেন।

অবশ্যই পড়ুন: SIR বৈঠকের মাঝেই মহকুমাশসকের দফতরে BLO-কে চড়! হুলুস্থুল কাণ্ড হুগলির শ্রীরামপুরে

উল্লেখ্য, এর আগে পুরুষদের এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানি প্রতিপক্ষদের সাথে হাত মেলাননি সূর্যকুমার যাদবেরা। পরবর্তীতে রাইজিং স্টার এশিয়া কাপের মঞ্চেও একই ধারা অব্যাহত রেখেছেন ভারতের ছোটরা। সেক্ষেত্রে অনেকেরই আশা, এশিয়া কাপ অনূর্ধ্ব 19 টুর্নামেন্টেও বৈভবরা একই ঘটনার পুনরাবৃত্তি করবেন। বলে রাখি, আজ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত।

Leave a Comment