বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত এশিয়া কাপে পাকিস্তানকে 3 বার উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। তা নিয়ে অবশ্য বিতর্কের রেশ আজও বহমান। তবে সেই আবহে সিনিয়রদের পথ অনুকরণ করে হ্যান্ডশেক না করেও পাকিস্তান দলকে হারাতে পারল না জিতের শর্মা, বৈভব সূর্যবংশীরা। ভারতকে 8 উইকেটে উড়িয়ে বড় জয় ছিনিয়ে নিল পাক বাহিনী। সেটাও আবার 40 বল হাতে রেখেই। এখন প্রশ্ন, দোহায় ইসলামের দেশের কাছে হারের পর এবার কি তাহলে এশিয়া কাপ রাইজিং স্টারের (Asia Cup Rising Stars 2025) সেমি ফাইনালে উঠতে পারবে ভারতের এ দল?
বড়দের এশিয়া কাপের প্রতিশোধ নিল পাকিস্তানের ছোটরা
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে আয়োজিত গত এশিয়া কাপে যতবার ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান, ততবারই তাদের গুটিয়ে দিয়েছিল সূর্যকুমার যাদবের দল। ব্যাটে বলে ভারতের সামনে একেবারে ল্যাজেগোবরে অবস্থা হয়েছিল পাকিস্তানের। তবে এশিয়া কাপ রাইসিং স্টার এর মঞ্চে ধরা পরল ভিন্ন চিত্র। রবিবার দোহায় অনুষ্ঠিত ম্যাচে টসে দিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। সেই মতোই ব্যাট করতে নেমে উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ভারত। এরপর বৈভব সূর্যবংশীরা হাল ধরার চেষ্টা করলেও 136 এ শেষ হয় ভারতের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে 137 এর লক্ষ্য পূরণের জন্য একেবারে উঠেপড়ে লেগেছিল পাকিস্তান। প্রথম থেকেই দুর্দান্ত ব্যাটিং দেখিয়ে ভারতকে কার্যত কুপোকাত করে ফেলে তারা। শেষ পর্যন্ত 8 উইকেট হাতে রেখে 137 রান করে ম্যাচ পকেটে পুরে নেয় পাকিস্তানের ছোটরা। অনেকেই বলছেন, গত এশিয়া কাপে দাদাদের পরাজয়ের বদলা একেবারে ইঞ্চিতে ইঞ্চিতে তুলে নিল পাকিস্তানের ভাইয়েরা। সেক্ষেত্রে পাকিস্তানের কাছে হারের পর কি আর সেমিফাইনালে ওঠার সুযোগ রয়েছে ভারতের? থাকলে সেটা কীভাবে? এমন প্রশ্নই এখন সমর্থকদের গলায়।
অবশ্যই পড়ুন: কল্যাণের অভিযোগের ভিত্তিতে চিরুনি তল্লাশি রাজভবনে! চলছে লাইভ সম্প্রচার
কোন অঙ্কে এশিয়া কাপ রাইজিংস্টারের সেমিফাইনালে জায়গা করবে ভারত?
ভারতকে হারিয়ে ইতিমধ্যেই সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে নিয়েছে পাকিস্তানের এ দল। তবে শেষ ম্যাচে পরাজয়ের কারণে আপাতত সেমিতে ওঠার লড়াইয়ে আটকে রয়েছে ভারত। হিসেব বলছে, ভারতীয় দলকে এশিয়া কাপ রাইজিং স্টারের সেমিফাইনালে জায়গা করতে হলে আগামীকাল অর্থাৎ 18 নভেম্বর ওমানের বিরুদ্ধে জয় খুঁজতে হবে। আর সেটা হলে তবেই সেমির টিকিট নিশ্চিত করতে পারবে ভারত। তবে যদি এর উল্টো হয় অর্থাৎ ভারত যদি হেরে যায়, সে ক্ষেত্রে সেমিফাইনালের পথ টিম ইন্ডিয়ার জন্য পুরোপুরি বন্ধ হয়ে যাবে। কাজেই গ্রুপ পর্বের শেষ ম্যাচ জেতা ছাড়া ভারতের কাছে আর দ্বিতীয় কোনও বিকল্প পথ খোলা নেই।