পাকিস্তানের তারকা ক্রিকেটারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী

Vaibhav Sooryavanshi Breaks Pakistani cricketer record and creates history

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বরেকর্ডে নাম লেখালেন 14 বছরের বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। বিহারের ভূমিপুত্র বুঝিয়ে দিলেন বয়সটা সংখ্যা মাত্র। অনূর্ধ্ব 19 একদিনের বিশ্বকাপের আগেই দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম ম্যাচে টস করেই পাক ক্রিকেটার আহমেদ শাহজাদের রেকর্ড গুঁড়িয়ে দিলেন ভারতীয় কিশোর। মাত্র 14 বছর 282 দিন বয়সকে পুঁজি করেই পাক ক্রিকেটারের রেকর্ড ভেঙে দেওয়ার পাশাপাশি বিশ্ব ক্রিকেটে বড় বার্তা দিলেন বৈভব সূর্যবংশী।

ঠিক কী করেছেন বৈভব?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অনূর্ধ্ব 19 একদিনের বিশ্বকাপের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে টস করেন 14 বছরের সূর্যবংশী। আর তার পরই বিশ্ব ক্রিকেটে তৈরি হয় নতুন রেকর্ড। আসলে, শনিবার সবচেয়ে কম বয়সি ক্রিকেটার হিসেবে ভারতীয় দলকে বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিলেন বৈভব। এর আগে এত কম বয়সে কেউই অধিনায়কের দায়িত্ব পালন করতে পারেননি।

অবশ্যই পড়ুন: এবারেও বাদ শামি, ফিরলেন আইয়ার! কিউই সিরিজের দল ঘোষণা BCCI-র

এর আগে, 15 বছর 141 দিন বয়সে 2006 সালে পাকিস্তানের অনূর্ধ্ব 19 দলকে নেতৃত্ব দিয়েছিলেন শাহজাদ। এতদিন তিনিই ছিলেন বিশ্ব ক্রিকেটের একমাত্র কম বয়সী অধিনায়ক। তবে এবার সেই রেকর্ড ভেঙে নতুন নজির গড়লেন বৈভব সূর্যবংশী। তবে এই রেকর্ড ভাঙতে সময় লাগলো 19 টা বছর। বলাই বাহুল্য, ভারতীয় অনূর্ধ্ব 19 দলের নিয়মিত অধিনায়ক আয়ুষ মাত্রে। সহ অধিনায়কের দায়িত্ব পালন করেন বিহান মালহোত্রা। তবে এই মুহূর্তে চোটের কারণে দুজনেই দলের বাইরে রয়েছেন। তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে যুব দলকে নেতৃত্ব দিচ্ছেন বৈভব।

অবশ্যই পড়ুন: মুস্তাফিজুর রহমানের জায়গায় কে খেলবেন? বাংলাদেশি পেসারকে ছেড়ে মুখ খুলল KKR

উল্লেখ্য, শনিবার অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টস করার সাথে সাথে বিশ্বরেকর্ডের পাশাপাশি ভারতীয় রেকর্ডও ভাঙেন সূর্যবংশী। এর আগে এত কম বয়সে ভারতের কোনও জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন শুধুমাত্র অভিষেক শর্মা। মাত্র 16 বছর 105 দিন বয়সে এই কৃতিত্ব গড়েছিলেন তিনি। তবে আজ সেই রেকর্ডও ভাঙলেন বৈভব।

Leave a Comment