বিক্রম ব্যানার্জী, কলকাতা: অপারেশন সিঁদুরে বেজায় অপদস্ত হয়েছে পাকিস্তান। ভারতের উন্নত সব অস্ত্রশস্ত্রের সামনে এক মুহুর্তও টিকে থাকতে পারেনি ইসলামাবাদের সামরিক ক্ষমতা। যদিও সবদিক থেকে ভারতের কাছে পরাস্ত হলেও থেমে নেই পশ্চিমের চেঁচানি।
তবে সেসবের মাঝেই এবার ভারতের ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে পাকিস্তানের বন্ধু তুরস্ক। আসলে যে দেশটিকে, অপারেশন দোস্তের মাধ্যমে বাঁচিয়েছিল দিল্লি, এবার সেই তুর্কিই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে উন্নত ড্রোন সহ নানান অস্ত্রশস্ত্রে ঢেলে সাজাচ্ছে।
পাকিস্তানের সাথে চুক্তি (Pakistan-Turkey Deal)
ভারতের বিরুদ্ধে সংঘাতে একেবারে নাকের জলে চোখের জলে অবস্থা হয়েছিল পাকিস্তানের। তাই আগামীতে পড়শির বুকে আঘাত হানতে বন্ধু তুরস্ককে কাজে লাগাতে চাইছে ইসলামাবাদ। গোয়েন্দা সূত্র অনুযায়ী, ইতিমধ্যেই 80টি KARGI লুইটারিং মিউনিশন সংগ্রহের জন্য তুরস্কের সাথে আলোচনায় বসেছে পাকিস্তান।
ভারতীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী, 500 নটিক্যাল মাইল ব্যাসার্ধের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম ও 15,000 ফুট উচ্চতায় পৌঁছাতে পারে এমন 18 কেজি ওয়ারহেড বিশিষ্ট স্বয়ংক্রিয় ড্রোন পেতে তুরস্কের সাথে চুক্তি করেছে পশ্চিমের দেশ।
একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তুরস্কের সাথে ড্রোন সংক্রান্ত ওই চুক্তির মূল্য অন্তত 20 মিলিয়ন ডলার। জানা যাচ্ছে, আঙ্কারার কাছ থেকে ইতিমধ্যেই 50টি YIHA UAV ড্রোন সংগ্রহের চুক্তি সেরেছে ইসলামাবাদ। এবং তার পর পরই এবার আরও 550টি নতুন উন্নত স্বয়ংক্রিয় ড্রোন ওই চুক্তিতে অন্তর্ভুক্ত করার প্রস্তুতি নিচ্ছে ভারত বিরোধী পাকিস্তান।
পাকিস্তানকে হাত খুলে অস্ত্রশস্ত্র দিচ্ছে তুরস্ক
বেশ কয়েকটি রিপোর্ট ঘেঁটে জানা গেল, বিগত বছরগুলিতে বন্ধু পাকিস্তানকে সামরিক অস্ত্রশস্ত্র দিয়ে যেভাবে সাহায্য করেছে তুরস্ক, তাতে এবার রিচেপের এই দেশ চিনের পর ইসলামাবাদের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী হয়ে উঠেছে। বলা বাহুল্য, 2015-2019 ও 2020-25 আর্থিক বছরের মধ্যে পাকিস্তান তুর্কি থেকে অস্ত্র আমদানি একেবারে 103 শতাংশ বাড়িয়েছে। যেখানে অস্ত্রশস্ত্র সংক্রান্ত মূল চুক্তি গুলির মধ্যে রয়েছে একাধিক উন্নত স্বয়ংক্রিয় ড্রোন সংক্রান্ত চুক্তি।
অবশ্যই পড়ুন: SBI সহ বাকি ব্যাঙ্কের থেকে ভালো, পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে বিনিয়োগের সেরা সুযোগ
উল্লেখ্য, পহলেগাঁও জঙ্গি হামলার পর ভারতের সাথে সংঘাতে শুধুমাত্র অস্ত্রশস্ত্র দিয়েই পাকিস্তানকে সাহায্য করেনি তুরস্ক, সেই সাথে যুদ্ধে ইসলামাবাদের অংশীদারও হয়েছিল আঙ্কারা। ফলত, সবদিক থেকেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সাহায্য করতে প্রস্তুত এই ইসলামিক দেশ। আর সেই সূত্র ধরেই এবার, বন্ধু তুর্কির সাথে উন্নত স্বয়ংক্রিয় ড্রোন ও অন্যান্য অস্ত্রশস্ত্র সংক্রান্ত চুক্তি ক্রমশ বাড়াচ্ছে পাকিস্তান। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে একেবারে খোলাখুলি দিনের পর দিন পাকিস্তানকে নানান অত্যাধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে আদতে ভারতের জন্য হুমকি হয়ে উঠছে তুরস্ক।