পাকিস্তানের থেকে যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ! নজর রাখছে ভারতও

Bangladesh To Buy Pakistani Fighter Jet, Bangladesh, Pakistan, CAC/PAC JF-17 Thunder, Bangladesh Air Force, Bangladesh Defence,

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মহম্মদ ইউনূস শাসন শুরু হতেই পাকিস্তানের সাথে সখ্যতা বেড়েছে বাংলাদেশের। পাক নেতা মন্ত্রীদের এখন অবাধ যাতায়াত ওপার বাংলায়। আর সেই গভীর সম্পর্ককে কাজে লাগিয়েই এবার পাকিস্তানের কাছ থেকে যুদ্ধবিমান কিনতে পারে বাংলাদেশ (Bangladesh To Buy Pakistani Fighter Jet)। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখার একটি সূত্র দাবি করছে, কিছুদিন আগেই ইসলামাবাদ সফরে গিয়েছিলেন বাংলাদেশ বায়ুসেনার প্রধান হাসান মাহমুদ খান। ওই সফরেই পাকিস্তানের বায়ু সেনা প্রধানের সাথে সাক্ষাতের পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছিল। তখনই নাকি পাকিস্তান থেকে যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন বাংলাদেশ বায়ুসেনার প্রধান।

বাংলাদেশকে কোন যুদ্ধবিমান দেবে পাকিস্তান?

পাকিস্তান সেনার মিডিয়ার শাখা এবং বাংলাদেশ বায়ুসেনার তরফে পাওয়া তথ্য অনুযায়ী, সম্প্রতি পাকিস্তানে গিয়ে পাক এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবরের সাথে দেখা করেন বাংলাদেশ বায়ুসেনার প্রধান হাসান মাহমুদ। ওই সাক্ষাতেই, দুই দেশের বায়ুসেনার প্রধানের মধ্যে পারস্পারিক সহযোগিতা নিয়ে আলোচনার পাশাপাশি কথা হয়েছিল যুদ্ধবিমান কেনা নিয়েও।

অবশ্যই পড়ুন: “যারা কোনও দিনও ব্যাটই ধরেননি….”, জয় শাহকে কড়া ভাষায় আক্রমণ প্রাক্তন BCB প্রধানের

পাকিস্তানের দাবি, বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান মাহমুদ পাক এয়ার চিফ মার্শালের সাথে কথা বলার সময় পাকিস্তানের JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি নাকি এও বলেছিলেন, ওই যুদ্ধবিমান পেলে বাংলাদেশের বিমান বাহিনী অনেকটাই শক্তিশালী হবে। কয়েকটি সূত্র দাবি করছে, ওই আলোচনার পর দুদেশের মধ্যে নতুন বিমানের চুক্তি নিয়ে কথাবার্তা অনেকটাই এগিয়েছে। সব ঠিক থাকলে খুব শীঘ্রই নতুন যুদ্ধবিমান JF 17 নিয়ে চুক্তি হতে পারে দুই দেশের।

বলাই বাহুল্য, বর্তমানে চর্চায় থাকা JF-17 যুদ্ধবিমান যৌথভাবে তৈরি করেছে চিন এবং পাকিস্তান। 4.5 প্রজন্মের এই আধুনিক বিমান চিনের এভিওনিক্স এবং দূরপাল্লার অস্ত্রশস্ত্র বহন করতে সক্ষম। যদিও বিশ্লেষক মহলের দাবি, ভারতের কাছে যেসব অত্যাধুনিক এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন যুদ্ধবিমান এই মুহূর্তে রয়েছে সেগুলোর কাছে পাকিস্তানের এই যুদ্ধবিমান একপ্রকার নস্যি বলা যায়। এই খবরের মাঝে অনেকেরই প্রশ্ন, পাকিস্তানের সাথে সাঁট করে ভারতে হামলা চালানোর ছক নেই তো বাংলাদেশের?

অবশ্যই পড়ুন: হামিদের পর বাদ পড়লেন হিরোশি, ISL শুরু আগেই বিপদে ইস্টবেঙ্গল?

কড়া নজর রেখেছে ভারত

পাকিস্তানের সাথে বাংলাদেশের নতুন যুদ্ধবিমান নিয়ে চুক্তির খবরে ইতিমধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার সাংবাদিক সম্মেলনের হাজির হয়ে খুব পরিষ্কারভাবে জানান, “এই মুহূর্তে গোটা পরিস্থিতির দিকে আমাদের কড়া নজর রয়েছে। আসলে এটা আমাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত। তাই সব দিকে নজর রাখা হচ্ছে।”

Leave a Comment