পাকিস্তানের বন্ধু তুর্কিকে শায়েস্তা করতে ভারতের থেকে সাঁজোয়া গাড়ি কিনতে পারে গ্রিস

Turkey enemy country may buy Infantry Fighting Vehicle from India

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অপারেশন সিঁদুরে উপকারী বন্ধু চিনে নিয়েছে ভারত। অপারেশন দোস্ত চালিয়ে যাঁকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েছিল নয়া দিল্লি, সেই গদ্দার তুরস্ক গত বছরের মে-তে ভারত-পাক সংঘাতে পাকিস্তানের ঢাল হয়ে দাঁড়িয়েছিল! এবার সেই তুরস্কের শত্রুই দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় সাঁজোয়া গাড়ি কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে। হ্যাঁ, একাধিক প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, এবার গ্রিস নাকি ভারতের শিল্পগোষ্ঠী টাটার মালিকানাধীন টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেডের কাছ থেকে সাঁজোয়া গাড়ি WHAP (Infantry Fighting Vehicle) কেনার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে।

তুরস্ককে আটকাতে বদ্ধপরিকর গ্রিস!

বিগত দিনগুলিতে বারবার নানান কারণে বিবাদে জড়িয়েছে দুই প্রতিবেশী গ্রিস এবং তুরস্ক। মূলত, সাইপ্রাস ও পূর্ব ভূমধ্যসাগরীয় দ্বীপপুঞ্জকে ঘিরে বেশ কয়েকবার একপ্রকার সংঘাতে জড়িয়ে ছিল এই দুই দেশ। সমুদ্র সীমান্ত নিয়েও বহুবার সামরিক তৎপরতা দেখা গিয়েছে গ্রিস এবং তুরস্কের। তুরস্কের শত্রু দেশটি প্রথম থেকেই অভিযোগ করে এসেছে, লেবসস, কোস সহ পূর্ব এজিয়ান সাগরের বেশ কয়েকটি দ্বীপে অবৈধ অনুপ্রবেশ ঘটাচ্ছে তুরস্ক। ওই দ্বীপপুঞ্জের উপর থেকে প্রায়শই যুদ্ধবিমান ওড়াচ্ছে তারা।

অবশ্যই পড়ুন: দক্ষিণবঙ্গের ৭ জেলায় সতর্কতা, বৃষ্টি কোথায় কোথায়? আজকের আবহাওয়া

বলাই বাহুল্য, 1923 সাল নাগাদ লুসানের চুক্তি অনুযায়ী ওই দ্বীপপুঞ্জগুলির উপর নিয়ন্ত্রণ পেয়েছিল গ্রিস। কাজেই স্বাভাবিকভাবে ওই দ্বীপগুলিতে অন্যান্য রাষ্ট্রের অনুপ্রবেশ মেনে নেবে না তারা। তাছাড়াও বিগত দিনগুলিতে গ্রিসের বন্ধু রাষ্ট্র সাইপ্রাসের উত্তরাংশ সম্পূর্ণ বেআইনিভাবে দখল করার অভিযোগ উঠেছে তুরস্কের বিরুদ্ধে। এসব নিয়েই রিচেপ এরদোয়ানদের উপর ক্ষিপ্ত দেশটি। আর ঠিক সেই আবহে ভারতের কাছ থেকে সাঁজোয়া গাড়ি কেনার সিদ্ধান্ত গ্রিসের ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

অবশ্যই পড়ুন: বৈধৃতি যোগে অর্থের সুনামি হবে ৪ রাশির! আজকের রাশিফল, ৪ জানুয়ারি

উল্লেখ্য, একাধিক রিপোর্ট অনুযায়ী, 2025 এ গ্রিসের বুকে দাঁড়িয়ে দেশীয় প্রতিরক্ষা সরঞ্জামের মেলা বসিয়েছিল ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা DRDO। সেখান থেকেই ভারতের সাঁজোয়া গাড়িতে নজর পড়ে যায় গ্রিসের। এদিকে সময় যত গড়াচ্ছে পার্শ্ববর্তী নিয়ন্ত্রিত দ্বীপগুলিতে নিজেদের ক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে আঙ্কারা। তাই সবদিক মাথায় রেখে বন্ধু ভারতের কাছ থেকে সাঁজোয়া গাড়ি কেনার সিদ্ধান্ত নিল অ্যাথেন্স।

Leave a Comment