পাকিস্তানের বাড়বাড়ন্ত ছোটাবে নির্ভয়! ভারতের এই ক্ষেপণাস্ত্রের ক্ষমতা জানলে গর্ব হবে

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলগাঁও জঙ্গি হামলার পরই ভারতের সাথে লাগতে যাওয়ার পরিনাম ভোগ করেছে পাকিস্তান! তবে ভারতীয় সেনাবাহিনীর কাছে বেধড়ক পিটানি খাওয়ার পরও শিক্ষা হয়নি ইসলামবাদের।

আজও নানা মহলে কান পাতলে শোনা যায়, ভারতের বিরুদ্ধে একের পর এক কুচুটে ফন্দি এঁটে চলেছে পাকিস্তান। তাই পাকিস্তানের মতো শত্রুদের শায়েস্তা করতে অপারেশন সিঁদুরের পরই নানান অত্যাধুনিক উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র ও ডিফেন্স সিস্টেম দিয়ে নিজেদের অস্ত্র ভান্ডার ভরানোর সিদ্ধান্ত নিয়েছে নয়া দিল্লি।

আর সেই লক্ষ্যকে সঙ্গে নিয়েই এগিয়ে চলেছে আত্মনির্ভর ভারত। বলা বাহুল্য, ব্রহ্মসের মতো উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্রুজ মিসাইলের পাশাপাশি ভারতের হাতে এখন এমন এক মারণাস্ত্র রয়েছে যা নিঃশব্দে পাকিস্তানের মতো শত্রুদের ঘুম ছোটাতে সিদ্ধহস্ত।

হ্যাঁ, ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার হাতে তৈরি নীরব ঘাতক নির্ভয় ক্ষেপণাস্ত্র চোখের পলকে পাকিস্তানের একটা বৃহৎ অংশে ধ্বংসযজ্ঞ চালাতে পারে। আজকের আলোচনার বিষয় সেটাই।

নির্ভয় ক্ষেপণাস্ত্রের ক্ষমতা

DRDO-র ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভারতের নির্ভয় ক্ষেপণাস্ত্রের পাল্লা 1500 কিলোমিটার। একই সাথে এর গতি ম্যাক 0.9। বিশেষজ্ঞরা বলছেন, ভারত চাইলে এই ক্ষেপণাস্ত্র দিয়ে পাকিস্তানের যেকোনও ঘৃণ্য কর্মকাণ্ডের যোগ্য জবাব দিতে পারে।

বলা বাহুল্য, দেশের এই নির্ভয় ক্ষেপণাস্ত্রটি DRDO-র অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট দারা তৈরি। এটি আসলে একটি সাবসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। যার ওজন 1500 কেজি, পাশাপাশি এটির দৈর্ঘ্য 6 মিটার।

অবশ্যই পড়ুন: আত্মরক্ষার্থে এবার হাতে অস্ত্র পাবেন অসমের সংবেদনশীল এলাকার মানুষ! চালু হল নয়া পোর্টাল

রিপোর্ট অনুযায়ী, এই ক্ষেপণাস্ত্রটি ম্যাক 0.9 অর্থাৎ প্রায় 980 থেকে 1100 কিলোমিটার প্রতি ঘন্টায় উড়ে 800 থেকে 1500 কিলোমিটার দূরত্বে থাকা শত্রুর উপর আঘাত হানতে পারে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই ক্ষেপণাস্ত্রটি বিরাট উচ্চতায় উঠে শত্রুর উপর আক্রমণ শানালেও রাডারে ধরা পড়ে না।

হাতে আসা তথ্য মারফত খবর, এই ক্ষেপণাস্ত্র 200 থেকে 450 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে। তা সে প্রচলিত বোমা হোক কিংবা পারমাণবিক বোম। বিশেষজ্ঞরা বলছেন, এই ক্ষেপণাস্ত্র ভূমি থেকে আকাশ, সমুদ্র এবং আগামী দিনে আকাশ থেকে ভূমি ও ডুবোজাহাজ থেকেও ছোঁড়া যেতে পারে। এই ক্ষেপণাস্ত্র শত্রুর উপর ধ্বংসযজ্ঞ চালিয়ে তাঁকে ধুলোয় মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। শোনা যাচ্ছে, দক্ষিণ চিনের একাধিক অঞ্চলকেও নিজের গ্রাসে নিয়ে আসতে পারে এই নির্ভয়!

Leave a Comment