বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের শিরোনামে জাফর এক্সপ্রেস। পাক সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, আবারও বালুচিস্তানে জাফর এক্সপ্রেসে হামলার অভিযোগ উঠেছে। বিস্ফোরণের আঘাতে লাইনচ্যুত হয়েছে পেশোয়ারগামী অন্তত 6টি কামরা।
প্রতিবেদন অনুযায়ী, রবিবার সকাল 9টা নাগাদ কোয়েটা থেকে পেশোয়ারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল জাফর এক্সপ্রেসটি। গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়ার কিছু সময়ের মধ্যেই নাকি রেল ট্র্যাকে আইইডি বিস্ফোরণ হয়।
আর তাতেই লাইন থেকে বেরিয়ে যায় 6টি কামরা। এ নিয়ে এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো হামলা হল পাকিস্তানের এই এক্সপ্রেস ট্রেনে! যদিও বিস্ফোরণের ঘটনায় হতাহতের খবর এখনও পর্যন্ত মেলেনি।
এক বোমাতেই আলাদা হয়ে যায় 6টি কামরা
পাক সংবাদমাধ্যম ডনের সাথে কথা বলতে গিয়ে পাকিস্তানের কোয়েটা শাখার জনসংযোগ আধিকারিক মুহাম্মদ কাশিম জানিয়েছিলেন, কোয়েটা থেকে পেশোয়ারের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় রেললাইনে পেতে রাখা এক বোমা ফেটে বিস্ফোরণে ট্রেনটির 6টি কামরা লাইনচ্যুত হয়ে যায়।
বিস্ফোরণের খবর পেতেই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান রেলের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে, রেল কর্মী, স্থানীয় পুলিশ এবং নিরাপত্তা বাহিনী। প্রাথমিকভাবে বিস্ফোরণের আঘাতে বেশ কয়েকজন যাত্রী জখম হয়েছেন বলে খবর। তবে চোট খুব একটা গুরুতর নয়। তাছাড়াও এখনও পর্যন্ত কারোর মৃত্যুর খবর মেলেনি।
ট্রেনে 350 জন যাত্রী ছিলেন
ডনের প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণের সময় জাফর এক্সপ্রেসে প্রায় 350 জন যাত্রী উপস্থিত ছিলেন। যারা কোয়েটা থেকে পেশোয়ার যাচ্ছিলেন। প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যেই তাঁদের সকলকেই একটি বিশেষ ট্রেনে করে কোয়েটা ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে আগামী 14 আগস্ট পর্যন্ত জাফর এক্সপ্রেস এবং বোলান মেল বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের রেল মন্ত্রক।
অবশ্যই পড়ুন: শীর্ষে ভারত, ICC ওয়ানডে র্যাঙ্কিংয়ে ক্ষতি হল পাকিস্তান দলের!
উল্লেখ্য, গত 7 আগস্ট বালুচিস্তানের সিবি স্টেশনের কাছেও একইভাবে হামলার মুখে পড়ে জাফর এক্সপ্রেস। সেদিনও রেল লাইনে বোমা পেতে রেখেছিলেন আততায়ীরা। আর তাতেই ঘটে বিস্ফোরণ। যদিও ট্রেনটি বেরিয়ে যাওয়ার পর বোমা ফেটে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এর আগে 4 আগষ্ট বালুচিস্তানের কোলপুরে জাফর এক্সপ্রেসের চালককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। সব মিলিয়ে, বালুচিস্তানে বারংবার দুষ্কৃতীরা জাফর এক্সপ্রেসকে নিশানা করায়, ট্রেনটিতে চড়তে ভয় পাচ্ছেন যাত্রীরা!