বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানের ইসলামী শিক্ষা ব্যবস্থায় ফিরছে সংস্কৃত (Sanskrit In Pakistan)। হ্যাঁ, দেশভাগের পর প্রথমবারের মতো ইসলামের দেশটিতে ফের ছাত্র-ছাত্রীদের সংস্কৃত শিক্ষা দেওয়া হবে। দ্য ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী, লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সায়েন্সেস এই শাস্ত্রীয় ভাষায় একটি নতুন কোর্স চালু করতে চলেছে। যার ফলে দীর্ঘ চড়াই উতরাই পেরিয়ে দেশ ভাগাভাগির পর প্রথমবারের মতো সংস্কৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠবেন পাকিস্তানের ইসলাম ধর্মালম্বীরাও!
মহাভারত এবং ভগবত গীতারও শিক্ষা দেওয়া হবে পাকিস্তানে
ট্রিবিউনের ওই প্রতিবেদন অনুযায়ী, গুরমানি সেন্টারের পরিচালক ডক্টর আলি উসমান কাসমি একটি সাক্ষাৎকারে নাকি জানিয়েছেন, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারেই সবচেয়ে ধনী এবং স্বল্প অধ্যায়িত সংস্কৃত আর্কাইভ এর মধ্যে পাকিস্তান একটিতে রয়েছে। তাঁর কথায়, “1930 এর দশকে পন্ডিত জেসিয়ার উলনার হাত ধরে সংস্কৃতর বিভিন্ন বিষয়গুলি সংগ্রহ করে এই শাস্ত্রীয় ভাষাটিকে তালিকাভুক্ত করা হয়েছিল। 1947 এর দশকে অবশ্য কোনও পাকিস্তানি পন্ডিত বা শিক্ষাবিদ এই সংগ্রহের সাথে জড়িত ছিলেন না। তখন শুধুমাত্র বিদেশী গবেষকরাই ওই আর্কাইভ ব্যবহার করতেন।”
তাঁর বক্তব্য, “দেশভাগের পর প্রথমবারের মতো পাকিস্তানের শিক্ষা ব্যবস্থায় সংস্কৃতকে ফিরিয়ে আনল লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সায়েন্সেস। আমরা আশা রাখছি, শাস্ত্রীয় ভাষা সংস্কৃতর ওই কোর্সে মহাভারত এবং ভগবত গীতা নিয়ে শিক্ষাও দেবে LUMS।” কাসমি এও বলেন, “সংস্কৃত ভাষায় শিক্ষাদানের জন্য সপ্তাহান্তের কর্মসূচির প্রস্তাব দেওয়া হয়েছিল। যা শিক্ষার্থী, গবেষক থেকে শুরু করে আইনজীবী এবং শিক্ষাবিদদের জন্য পুরোপুরি উন্মুক্ত ছিল। পরবর্তীতে সকলের প্রতিক্রিয়া দেখেই আমরা সংস্কৃত ভাষাকে বিশ্ববিদ্যালয় কোর্সে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিই।”
অবশ্যই পড়ুন: ২ কোটি টাকা বেতন কমে যেতে পারে রোহিত এবং বিরাটের, বড় সিদ্ধান্তর পথে BCCI
গুদমারানি সেন্টার এর পরিচালক এদিন একেবারে খোলাখুলি জানিয়েছিলেন, “সংস্কৃত ভাষায় শিক্ষা গ্রহণের জন্য সকলের যে আগ্রহ তাতে আমরা আপ্লুত। তবে এই মুহূর্তে শিক্ষার্থীর সংখ্যা ছোট হলেও আগামীতে সেই বৃত্ত অনেক বড় হবে বলেই আশা রাখছি।” কাসমির বক্তব্য, লাহোর ইউনিভার্সিটি যে বিশেষ উদ্যোগ নিয়েছে তার হাত ধরে আমরা 2027 সালের মধ্যে এই সংস্কৃত ভাষার কোর্সটিকে এক বছরের কোর্সে রূপান্তরিত করতে সক্ষম হব।”