বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-বাংলাদেশ ক্রিকেট বিতর্ক যেন শেষই হচ্ছে না। গতকালই হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে নিয়ে বিরাট দাবি করে বসেন বাংলাদেশের যুব এবং ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তাঁর বক্তব্য ছিল, ভারতে বিশ্বকাপ খেলতে আসার বিষয়ে ICC নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তিনটি পরামর্শ দিয়েছে। যার মধ্যে প্রথম পরামর্শটি হল মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েই বাংলাদেশের বিশ্বকাপের দল ঘোষণা করা হোক! এবার ওপার বাংলার ক্রীড়া উপদেষ্টার এমন অপ্রমানিত দাবি নস্যাৎ করল জয় শাহের সংস্থা (ICC On Bangladesh)।
বাংলাদেশের মিথ্যাচার সামনে আনলো ICC!
গতকাল বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছিল, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিরাপত্তা কমিটি নাকি BCB কে চিঠি ধরিয়েছে। এ নিয়ে গতকাল বাংলাদেশের বাফুফে ভবনে সংবাদ সম্মেলন চলাকালীন ওপার বাংলার ক্রীড়া উপদেষ্টা আসিফ খুব পরিষ্কার ভাবে জানান, “আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিরাপত্তা কমিটি আমাদের একটি চিঠি দিয়েছে। ওই চিঠিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে তিনটি কারণে বাংলাদেশের নিরাপত্তার আশঙ্কা বাড়তে পারে বলে উল্লেখ করা হয়েছে।”
নজরুলের বক্তব্য অনুযায়ী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেওয়া চিঠিতে ICC নাকি প্রথমেই বলেছে মুস্তাফিজুরকে বাদ দিয়ে তবেই বিশ্বকাপের দল ঘোষণা করুক বাংলাদেশ। দ্বিতীয় পরামর্শ হিসেবে নাকি বাংলাদেশ দলের জার্সি এবং পতাকা নিয়ে দর্শকদের চলাফেরায় সতর্ক থাকতে বলা হয়েছে। সবশেষে তৃতীয় পরামর্শ হিসেবে ওই চিঠিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা তত ঝুঁকিপূর্ণ হচ্ছে বলেই দাবি করেছে ICC। এবার বাংলাদেশের এমন অযৌক্তিক বক্তব্যের পর্দা ফাঁস করল বিশ্ব ক্রিকেট সংস্থা।
অবশ্যই পড়ুন: চরম বেইজ্জতি, দ্রুত রান করতে না পারায় মাঠ থেকে বের করে দেওয়া হল রিজওয়ানকে!
ইন্ডিয়া টুডের এক রিপোর্ট অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কর্মকর্তা বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টার বক্তব্য পুরোপুরি নস্যাৎ করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, “বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের দাবি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা বাংলাদেশ বোর্ডকে কোনও রকম চিঠি পাঠায়নি।” বলাই বাহুল্য, তথ্যপ্রমাণ ছাড়া বিশ্বকাপের মতো আন্তর্জাতিক ইভেন্ট নিয়ে সর্বোপরি ICC প্রসঙ্গে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা দাবি করে একেবারে নাক কাটা গেল বাংলাদেশের!