পাতলা ডিজাইন, ধামাকাদার পারফরমেন্স! লঞ্চ হল Motorola Edge 70, জানুন দাম ও ফিচার্স

Motorola Edge 70

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমানে সময়ে পাতলা ডিজাইনের স্মার্টফোনের ট্রেন্ড সবথেকে বেশি। Samsung Galaxy S25 Edge এবং Apple iPhone Air এর পর এবার সেই পথে হাঁটল Motorola। কারণ, 2026 সালের জন্য সংস্থাটি ভারতে লঞ্চ করেছে তাদের নতুন প্রিমিয়াম মিড রেঞ্জের স্মার্টফোন Motorola Edge 70। মাত্র 5.9 মিলিমিটার পাতলা বডি, শক্তিশালী Qualcomm প্রসেসর আর বড় ব্যাটারির সমন্বয়ে Motorola Edge 70 হতে চলেছে ব্যবহারকারীদের জন্য ধামাকাদার অপশন। বিস্তারিত জানতে পড়ুন প্রতিবেদনটি।

Motorola Edge 70-র দাম কত?

রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, ভারতে Motorola Edge 70 ফোনটি শুধুমাত্র একটিমাত্র ভেরিয়েন্টেই পাওয়া যাবে। আর সেটি RAM হবে 8GB এবং স্টোরেজ হবে 256GB। জানা গিয়েছে, এই ফোনটির দাম 29,999 টাকা। তবে কিছু ব্যাঙ্ক কার্ডে ইনস্ট্যান্ট 10,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। আর ফোনটি আগামী 23 ডিসেম্বর থেকেই বিক্রি শুরু হবে। ফ্লিপকার্ট থেকে শুরু করে Motorola ইন্ডিয়ার অনলাইন স্টোর এবং অফলাইন স্টোরগুলিতে এই ফোন পাওয়া যাবে।

ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি

ডিজাইনের দিক থেকে এই ফোনটি বরাবরই নজর কাড়ছে। কারণ, Motorola Edge 70 ফোনটির সবথেকে বড় আকর্ষণ হল এর ডিজাইন। মাত্র 5.5 মিলিমিটার পাতলা বডি, আর এর ওজন মাত্র 169 গ্রাম। পাশাপাশি Aircraft-grade অ্যালুমিনিয়াম ফ্রেম দেওয়া হয়েছে এই ফোনটিতে এবং IP68 ও IP69 রেটিং রয়েছে, যা জল এবং ধুলো থেকে প্রতিরোধ করবে। এছাড়া MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন সার্টিফিকেশন দেওয়া রয়েছে। এক কথায়, এই বাজেটে এত স্লিম ফোন সত্যিই বিরল।

ডিসপ্লেতে চমক

বলে রাখি, Motorola Edge 70 ফোনটিতে রয়েছে 6.7 ইঞ্চির একটি 1.5K AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং সর্বোচ্চ ব্রাইটনেস 4,500 নিটস পর্যন্ত। পাশাপাশি ফোনটিতে Gorilla Glass 7i প্রোটেকশন দেওয়া রয়েছে এবং Dolby Vision ও HDR10+ সাপোর্ট করবে। রোদে বাইরে হোক বা ঘরে ভিডিও স্ট্রিমিং, ডিসপ্লে কোয়ালিটির দিক থেকে এটি প্রিমিয়াম ফোনকেও টেক্কা দেবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

সফটওয়্যার কী রয়েছে?

এই ফোনে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর, যা গেমিং থেকে শুরু করে যে কোনও বড় বড় কাজের জন্য একেবারে সেরা পারফরমেন্স দেবে। পাশাপাশি Android 16 ভিত্তিক Hello UI অপারেটিং সিস্টেমের উপর বেস করে চলবে এই ফোনটি। সবথেকে বড় ব্যাপার, Motorola এর তরফ থেকে জানানো হয়েছে, তিনটি বড় অ্যান্ড্রয়েড আপডেট এবং চার বছরের সিকিউরিটি আপডেট সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। ফলে দীর্ঘদিন নিশ্চিন্তে এই ফোন ব্যবহার করা যাবে।

আরও পড়ুন: Campa-র পর আরও এক FMCG সংস্থা অধিগ্রহণের পথে আম্বানির রিলায়েন্স!

ক্যামেরা এবং ব্যাটারি

Motorola Edge 70 ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP আলট্রা ওয়াইড ক্যামেরা এবং একটি লাইট সেন্সর দেওয়া রয়েছে। পাশাপাশি সেলফির জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে।

অন্যদিকে ব্যাটারি নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনটিতে 5,000mAh এর একটি ধামাকাদার ব্যাটারি দেওয়া রয়েছে, যা একটানা 31 ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক দেবে। সাথে 68W ফাস্ট ওয়্যার্ড চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং দেওয়া রয়েছে। এক কথায়, যারা বাজেটের মধ্যে সেরার সেরা ফোন কিনতে চান, তাদের জন্য এটি দারুণ বিকল্প।

Leave a Comment