বিক্রম ব্যানার্জী, কলকাতা: আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিলামে টাকার জোর দেখাবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তার আভাস পাওয়া যাচ্ছে আগে থেকেই। আর দেখাবে নাই বা কেন, 10 জন দামি প্লেয়ার ছেড়ে দিয়ে এই মুহূর্তে কলকাতার হাতে বেঁচে রয়েছে 64.3 কোটি টাকা। যা অন্যান্য দলগুলির তুলনায় অনেকটাই বেশি। এবার সেই বিপুল অর্থের বড় অংশ কাজে লাগিয়ে তারা দলে টেনে নিতে পারে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে।
আসলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে অবসর নেওয়া আন্দ্রে রাসেলের বিকল্প হিসেবেই এই প্লেয়ারকে দলে নিতে একেবারে উঠেপড়ে লেগেছে নাইট ফ্রাঞ্চাইজি। এ জন্য অবশ্য নিলাম টেবিলে চেন্নাইয়ের সাথে জোর লড়াই হবে কলকাতার। কিন্তু তা হলেও, যত অর্থই হোক এই প্লেয়ারকে কিনেই ছাড়বে KKR। এমনই ইঙ্গিত দিচ্ছে নাইটদের একটি ভিডিও।
পারবে না চেন্নাই, গ্রিনকে বেশি অর্থ দিয়ে কিনে নেবে KKR?
কিছুদিন আগেই চেন্নাই সুপার কিংসের তরফে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটিতে দেখা যায়, CSK র ম্যাসকট লিও বাজার করতে গিয়ে কাশ্মীরি আপেল এবং তামিলনাড়ুর মুখরোচক খাবার কিনলেও গ্রিন চিলি বা সবুজ লঙ্কার দিকে ফিরেও তাকালেন না। বরং হাত দিয়ে ইশারায় সেটি না কেনার কথা বোঝালেন। এর মধ্যে দিয়ে আসলে চেন্নাই সুপার কিংস বোঝাতে চেয়েছে, তাঁরা অস্ট্রেলিয়ান অলরাউন্ড গ্রিনে আগ্রহী নয়। তবে ক্রিকেট মহল বলছে, এই ভিডিও প্রকাশ করে অন্যান্য দলগুলিকে বিভ্রান্ত করতে চাইছে চেন্নাই। তাঁদের আসল টার্গেট গ্রিনই।
চেন্নাই সুপার কিংসের সেই ভিডিওর পরপরই গতকাল অর্থাৎ শুক্রবার নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে কলকাতা নাইট রাইডার্স। সেই ভিডিওটিতে দেখা যায় নাইট ম্যানেজমেন্টের তরফে একজন বাজার করতে এসেছেন। এসে তিনি দেখতে পেলেন, একজন ব্যক্তি সবুজ ক্যাপসিকাম বা গ্রিন ক্যাপসিকাম সহ অন্যান্য সবজি কিনে টাকা মেটাতে যাচ্ছেন। ওই সময়ই নাইট ফ্রাঞ্চাইজির প্রতিনিধি অতিরিক্ত দাম দিয়ে তাঁর কাছ থেকে গ্রিন ক্যাপসিকামগুলি কিনে নেন। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, এর মধ্যে দিয়ে আসলে কলকাতা বুঝিয়ে দিল যতই টাকা লাগুক অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে তারা কিনেই ছাড়বে। সেক্ষেত্রে গ্রিন যেমন বড় দাম পাবেন তেমনই দর কষাঘষিতে কলকাতার কাছে হারতে হতে পারে চেন্নাইকে!
অবশ্যই পড়ুন: মেসির সফরে উপেক্ষিত ইস্টবেঙ্গল-মহামেডান! ‘যেচে অপমানিত হতে চাই না’, বললেন কর্তা
উল্লেখ্য, আগামী 16 ডিসেম্বর ভারতীয় সময় দুপুর আড়াইটা থেকে শুরু হবে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলাম পর্ব। সেখানে প্রাথমিক স্লট সহ অন্যান্য প্লেয়ারদের বিক্রি শেষ হলে পরবর্তীতে অবিক্রিত প্লেয়ারদের তালিকা দিতে হবে দলগুলিকে। তারপরই শুরু হবে পরবর্তী নিলাম পর্ব।