পারল না ভারত, দ্বিতীয় ওয়ানডে জিতে বদলা নিল নিউজিল্যান্ড

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রতিপক্ষ যেই হোক না কেন, ওয়ানডেতে ভারতের পল্লা চিরকালই ভারী। একদিনের সিরিজের প্রথম ম্যাচে (India Vs New Zealand) হারে হারে সেই প্রমাণ পেয়েছে নিউজিল্যান্ড। তাই দ্বিতীয় দিন হারের বদলা নিতে একেবারে কোমর বেঁধে নেমেছিল কিউই বাহিনী। ভারত অবশ্য প্রতিপক্ষকে আটকাতে সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে। তাতে শেষ পর্যন্ত অসফলতা নিয়েই ফিরতে হলো শুভমন গিলদের। বুধবার, রুদ্ধশ্বাস ম্যাচে লড়াই করে টিম ইন্ডিয়ার হাত থেকে দ্বিতীয় ওয়ানডে ছিনিয়ে নিয়ে গেলেন ড্যারিল মিচেলরা। তাতে কিছুটা হলেও বুকের বাদিকের ব্যথা বেড়েছে ভারতীয় ভক্তদের।

ব্যর্থ হল কে এল রাহুলের লড়াই

বুধবার, টস হারের পরই প্রথম ধাক্কা খায় ভারত। ইচ্ছার উর্ধ্বে গিয়ে প্রথমে ব্যাট করতে হয় রোহিত শর্মাদের। তাতে শুরুটা ভালো হয়েছিল ঠিকই, তবে মাঝে শ্রেয়স আইয়ার, বিরাট কোহলিরা ব্যর্থ হওয়ায় বেশ ধাক্কা খেতে হয়েছে টিম ইন্ডিয়াকে। শেষ পর্বে এসে রাহুল যদি ম্যাচের হাল না ধরতেন তাহলে বোধহয় 200 র গন্ডি ছোঁয়া হতো না ভারতের। এদিন নিউজিল্যান্ড বোলারদের সামনে ব্যাট হাতে একেবারে আগুন ঝরিয়ে ছিলেন কে এল। 92 বলে 112 রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। সেই সূত্র ধরেই নিউজিল্যান্ডকে 285 রানের লক্ষ্য দেয় ভারত।

বলাই বাহুল্য, এদিন রাহুলের পর শুভমন গিল ছাড়া কেউই 50 এর গণ্ডি ছুতে পারেননি। আর সেটাই যেন কাল হয়ে দাঁড়ালো ভারতের জন্য। টিম ইন্ডিয়ার কাছে 285 রানের লক্ষ্য পেয়ে পুরনো হিসেব মিটিয়ে নেওয়ার অপেক্ষায় ছিল নিউজিল্যান্ড। সবচেয়ে বড় কথা, সিরিজের শুরুতেই হারের যন্ত্রণা সামলে ওঠাটা কিউইদের কাছে প্রধান লক্ষ্য হয়ে উঠেছিল। তবে ভারতের রান তাড়া করতে নেমে শুরুটা একেবারেই ভাল হয়নি নিউজিল্যান্ডের।

অবশ্যই পড়ুন: খরচ ৩,৬০০ কোটি, অমৃত ভারত স্টেশন প্রকল্পে বাংলার ১০১ স্টেশনের চেহারাই পাল্টে দেবে রেল

বুধবার, শুরুতেই ঝড়ের গতিতে উইকেট যায় নিউজিল্যান্ডের দুই ওপেনার ডেভন কনওয়ে এবং হেনরি নিকোলাসের। আজ এই দুই ব্যাটসম্যান যথাক্রমে 16 এবং 10 রান করেই মাঠ ছেড়েছিলেন। তাতে কিছুটা ধাক্কা পেলেও সেই ধাক্কা সামলে ওঠেন বাকিরা। ব্যাট করতে নেমেই একেবারে ঝড় তুলেছিলেন উইল ইয়ং। এদিন 98 বলে 7 চারে 87 রান তোলেন তিনি। তবে পরের বলেই উইকেট যায় ইয়ংয়ের। তাতে অবশ্য জয় খুঁজতে সমস্যা হয়নি নিউজিল্যান্ড দলের। তার কারণটা অবশ্য ড্যারিল মিচেল। এদিন এই কিউই তারকা যে খেলা দেখালেন তাতে অবাক ভারতীয় প্লেয়াররাই। ভারতীয় বোলারদের একের পর এক বাউন্ডারি ওভার বাউন্ডারি দেখিয়ে সেঞ্চুরি হাঁকাতে বেশি সময় লাগেনি তাঁর।

শেষের দিকে মিচেলকে সঙ্গ দিচ্ছিলেন ফিলিপ্স। এই দুই ব্যাটসম্যানের কাঁধে চেপে ভারতকে বুধবার শেষ ধাক্কাটা দিল নিউজিল্যান্ড। মাথা ঠান্ডা রেখে রান খুঁজতে বিশেষ ঝক্কি পোহাতে হলো না তাদের। ভারতের বিরুদ্ধে জিততে 22 বলে 10 রান করতে হতো নিউজিল্যান্ডকে। সেই প্রয়োজন পূরণ করতে খুব একটা সময় লাগলো না। দুই তারকা ব্যাটসম্যানের ফিনিশিং টাচে 7 উইকেটে জিতল নিউজিল্যান্ড। ব্যর্থ হয়ে গেল রাহুলের লড়াই।

Leave a Comment