বিক্রম ব্যানার্জী, কলকাতা: পারল না শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস থেকে শুরু করে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এরা কেউ যা পারেনি, সেটাই করে দেখাল প্রীতি জিন্টা-শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস। শেষবারের মতো গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে RCB দলের কাছে হারলেও গুগলের তালিকায় জিতে গিয়েছে প্রীতির পাঞ্জাব (Punjab Kings)। আসলে এ বছর গুগলে সবচেয়ে বেশি সার্চ হওয়া IPL ফ্রাঞ্চাইজিগুলির তালিকায় শীর্ষে রয়েছে পাঞ্জাব কিংস। কাজেই প্রীতির PBKS হারিয়ে দিয়েছে শাহরুখের KKR থেকে শুরু করে CSK, RCB র মতো দলগুলিকেও।
IPL এর পাশাপাশি বিশ্বের 5 দলের মধ্যে রয়েছে পাঞ্জাব কিংস
DNA র প্রতিবেদন অনুযায়ী, এবছর গুগলের পাতায় সবচেয়ে বেশি সার্চ হওয়া ফ্র্যাঞ্চাইজি বা দল হিসেবে স্বীকৃতি পাওয়ার পাশাপাশি গোটা বিশ্বে এগিয়ে থাকা 5 ফলের মধ্যেও নাম রয়েছে পাঞ্জাব কিংসের। আসলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পাশাপাশি বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সার্চ হওয়া 5 দলের তালিকায় জায়গা করে নিয়েছে PBKS। কাজেই একেবারে সবদিক থেকেই জয়জয়কার পাঞ্জাবের। অনেকেই বলছেন চলতি বছর ট্রফি না পেলেও গুগলের তালিকায় ট্রফি পেয়ে গিয়েছে পাঞ্জাব।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল হিসেবে গুগল সার্চে সবার উপরে পাঞ্জাব কিংসের নামের পরই দ্বিতীয় স্থানে নাম রয়েছে দিল্লি ক্যাপিটালসের নাম। পাঞ্জাবের পর এই দলটিকে এ বছর সবচেয়ে বেশি সার্চ করেছেন নেট নাগরিকরা। এরপরই তালিকার তৃতীয় স্থানে রয়েছে গুজরাত টাইটান্স। কাজেই বলাই যেতে পারে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসের জনপ্রিয় দল হিসেবে বারবার RCB, MI, CSK, KKR এর নাম উঠলেও এ বছর গুগলে সবচেয়ে বেশি খোঁজাখুঁজি চলেছে পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালসের মতো দলগুলির।
অবশ্যই পড়ুন: ভারতের বিরুদ্ধে T20 সিরিজের আগেই ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা! বাদ দুই গুরুত্বপূর্ণ প্লেয়ার
প্রসঙ্গত, টেক জায়ান্ট গুগলের তরফে নতুন স্বীকৃতির পর উচ্ছসিত পাঞ্জাব কিংস ম্যানেজমেন্ট। এ নিয়ে পাঞ্জাবের CEO সৌরভ আরোরা জানিয়েছেন, “এই স্বীকৃতি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা যে আমাদের দীর্ঘ পরিশ্রমের ফল সেটা বলতে হবে না। আমাদের লক্ষ্য এই দলটাকে ব্র্যান্ড বানানো। যা সাধারণ মানুষের আগ্রহ বাড়িয়ে তুলবে। আমরা সব সময় মাঠে নেমে জিততে চাই।”