বিক্রম ব্যানার্জী, কলকাতা: ওমানকে 6 উইকেটে গুঁড়িয়ে দিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার 2025 এর সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারতের এ দল। সেই দলেরই একজন গুরুত্বপূর্ণ সদস্য বিহারের বৈভব সূর্যবংশী। এখনও পর্যন্ত ভারতের হয়ে এই মঞ্চে মোট 3টি ম্যাচ খেলেছেন 14 বছরের কিশোর। তাতেই বিরাট রেকর্ড গড়ে ফেললেন ভারতের এই উদীয়মান তারা। বলা বাহুল্য, চলতি এশিয়া কাপ রাইজিং স্টারের আসরে বৈভব যা করে দেখালেন তা করতে পারেননি বাকি ক্রিকেটাররা (Vaibhav Suryavanshi New Record)।
1 নম্বর ব্যাটসম্যান হয়ে উঠলেন বৈভব
চলতি এশিয়া কাপ রাইজিং স্টারের মঞ্চে একেবারে দাপিয়ে খেলেছেন বিহারের ভূমিপুত্র বৈভব। UAE র বিরুদ্ধে খেলা প্রথম ম্যাচেই প্রতিপক্ষের বোলারদের একেবারে নাস্তানাবুদ করে 144 রানের দীর্ঘ ইনিংস খেলেছিলেন বৈভব। যার জেরে এই মুহূর্তে চলতি টুর্নামেন্টের 79 জন ব্যাটসম্যানের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করে উঠেছেন বৈভব। এখানেই শেষ নয়, চলতি টুর্নামেন্টে আজ পর্যন্ত 3 ম্যাচ খেলে 18টি ছক্কা হাঁকিয়েছেন ভারতীয় কিশোর। যা এবারের আসরে অন্যান্য ব্যাটসম্যানদের তুলনায় সবচেয়ে বেশি।
বলাই বাহুল্য, সবচেয়ে বেশি ছয় মেরে এই মুহূর্তে চলতি এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টের 79 ব্যাটারের তালিকায় প্রথমে রয়েছেন বৈভব। তবে শুধু ছয় মারার নিরিখেই এগিয়ে নেই তিনি, সেই সাথে স্টাইকরেটের বিচারেও এগিয়ে বৈভব। রিপোর্ট অনুযায়ী, চলতি এশিয়া কাপ রাইজিং স্টারের ম্যাচগুলিতে অংশ নিয়ে 242.16 স্ট্রাইক রেটে রান করেছেন সূর্যবংশী। যা এবারের আসরে করে দেখাতে পারেননি কোনও ব্যাটসম্যান। কাজেই সবচেয়ে বেশি ছয় এবং অধিক স্ট্রাইক রেটের নিরিখে ভারতের সবচেয়ে সফল ব্যাটসম্যান হওয়ার পাশাপাশি চলতি টুর্নামেন্টেরও একমাত্র ব্যাটসম্যান হয়ে উঠেছেন তিনি। তবে সবচেয়ে বেশি রান সংগ্রাহক হিসেবে এই মুহূর্তে টুর্নামেন্টের দ্বিতীয় ব্যাটসম্যান বৈভব।
অবশ্যই পড়ুন: বড় খবর! KKR এ ফিরতে পারেন ভেঙ্কটেশ আইয়ার
উল্লেখ্য, ওমানকে হারিয়ে সেমিতে প্রতিপক্ষের অপেক্ষায় ছিল ভারতীয় দল। এদিকে এশিয়া কাপ রাইজিং স্টার 2025 গ্রুপ পর্বের শেষ ম্যাচ শ্রীলঙ্কার কাছে 6 রানে হেরেছে বাংলাদেশ। তবে লঙ্কানদের কাছে হারলেও নেট রান রেট সহ পয়েন্টের নিরিখে এই মুহূর্তে এ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ দল। ফলে আগামীকাল অর্থাৎ শুক্রবার শেষ চারের লড়াইয়ে ওপার বাংলার টাইগারদের মুখোমুখি হবে জিতেশ শর্মাদের ভারত।