পারেননি রোহিত, বিরাটরা! করে দেখালেন বৈভব সূর্যবংশী

Vaibhav Sooryavanshi is most searched Indian cricketer Google trends 2025

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বয়স মাত্র 14 বছর। সেই ছেলেই এখন কামাল দেখাচ্ছে ক্রিকেটে। বিহারের ভূমিপুত্র বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi) নিয়ে কৌতুহল নেই এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। 2025 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সেঞ্চুরির হাত ধরে জনপ্রিয়তার শিখরে উঠেছিলেন বৈভব। আজও সেখানেই নিজের আসন ধরে রেখেছেন তিনি। সেই সাথে, সাম্প্রতিককালে ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে আগুন ঝরাচ্ছেন এই কিশোর। আগামী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বৈভবের জাদু দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরা। তবে তার আগেই এক বিরাট কীর্তি করে ফেললেন এই ভারতীয় ক্রিকেটার। আগে এমনটা করে দেখাতে পারেননি বিরাট কোহলি, রোহিত শর্মারা।

বড় রেকর্ড বৈভব সূর্যবংশীর

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষেকের পর থেকেই তাঁকে নিয়ে উন্মাদনা তুঙ্গে ভক্তদের। বৈভবের ক্রিকেট কেরিয়ার থেকে শুরু করে ব্যক্তিগত জীবন নিয়েও বিগত বছরগুলিতে ব্যাপক নাড়াচাড়া করেছেন নেট নাগরিকরা। শুধু তাই নয়, বৈভব কী খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কাঁদের সাথে মিশছেন এসব নিয়েই গুগলে ভরে গিয়েছিল অজস্র প্রশ্ন। আর সেই সূত্র ধরেই, 22 গজে সেঞ্চুরির পর এবার গুগলের পাতাতেও সেঞ্চুরি হাঁকালেন বৈভব। আসলে চলতি বছর অর্থাৎ 2025 সালে গুগলের তরফে প্রকাশিত তালিকা অনুযায়ী ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি সার্চ হয়েছে বৈভব সূর্যবংশীর নাম। অর্থাৎ তিনি গুগুলের মোস্ট সার্চড ইন্ডিয়ান ক্রিকেটের।

বলাই বাহুল্য, বৈভবকে নিয়ে নেট নাগরিকদের এত কৌতূহলের নেপথ্যে রয়েছে তাঁর কম বয়সে ক্রিকেটে আগমনের বিষয়টি। আসলে মাত্র 12 বছর বয়সকে পুঁজি করেই বিহারের হয়ে রঞ্জি ট্রফিতে আত্মপ্রকাশ করেছিলেন সূর্যবংশী। তারপর থেকে ধীরে ধীরে তাঁর পরিচিতি বাড়তে শুরু করে। শেষ পর্যন্ত গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাঁকে চিনেছিল বিশ্ব ক্রিকেট। যদিও বর্তমানে তাঁর বয়স 14। তবে এই অল্প বয়সকে সঙ্গে নিয়েই ভারতের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান হওয়ার মতো একাধিক দুঃসাধ্য রেকর্ড করেছেন তিনি। ফলে তাঁর মতো একজন প্লেয়ারকে নিয়ে কৌতুহল থাকাটাই স্বাভাবিক।

বলে রাখি, গুগলের তালিকায় এ বছর বৈভবের পর যার নাম সবচেয়ে বেশি সার্চ হয়েছে তিনি হলেন 24 বছর বয়সি ভারতীয় ক্রিকেটার প্রিয়াংশ আর্য। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটের দাপুটে ব্যাটসম্যান অভিষেক শর্মা। চতুর্থ স্থানে নাম রয়েছে শাইক রশিদের। এছাড়াও পঞ্চম স্থান পেয়েছেন ভারতের মহিলা ক্রিকেটার জেমিমা রদ্রিগেজ।

অবশ্যই পড়ুন: মাত্র ১ টাকায় জমি দিচ্ছে রাজ্য সরকার, এই তারিখের মধ্যে করতে হবে আবেদন

উল্লেখ্য, চলতি বছর ভারতীয় ক্রীড়া ইভেন্ট বা ক্রিকেট টুর্নামেন্টের অনুসন্ধানের ক্ষেত্রে গুগল ট্রেন্ডস এর রিপোর্ট অনুযায়ী এক নম্বরে রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এরপরই দ্বিতীয় স্থানে নাম রয়েছে এশিয়া কাপের। তৃতীয় স্থানে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চ্যাম্পিয়নস ট্রফি এবং চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে প্রো কাবাডি লিগ ও চলতি বছরের মহিলা ওয়ানডে বিশ্বকাপ।

Leave a Comment