পারেননি সচিন, কোহলি কেউই! দ্বিতীয় ওয়ানডেতে প্রথম ভারতীয় হিসেবে বিরাট রেকর্ড রোহিতের

Rohit Sharma Sets Huge record against Australia

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বন্ধু ব্যর্থ হলেও কার্যত অজিদের চামড়া গুটিয়েছেন তিনি! অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডে শুরু হতেই প্রথমে ব্যাট করতে নামে ভারত। সেখান থেকেই শুরু হয় রোহিত শর্মার অনবদ্য ইনিংস। বৃহস্পতিবার, অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের সামনে রুখে দাঁড়িয়ে 97 বলে দুটি চার এবং 7টি ছয় সহযোগে 73 রানের দুরন্ত ইনিংস খেলেন রোহিত শর্মা। যদিও শেষ পর্যন্ত মিচেল স্টার্কের বলে উইকেট হারায় তাঁর। তবে আউট হলেও দলের জন্য বড় কাজ করে দিয়ে যান রোহিত। সেই সূত্রেই, গড়ে ফেললেন বড় রেকর্ড (Rohit Sharma Sets Huge Record)।

অ্যাডিলেডের মাটিতেই বড় রেকর্ড রোহিতের

অ্যাডিলেডে রোহিতের ফর্ম খুব একটা ভাল নয়, বৃহস্পতিবারের ম্যাচ শুরুর আগে বহুবার শোনা গিয়েছে এ কথা। তবে সেই আলোচনায় জল ঢেলেছেন খোদ রোহিত শর্মা। ওয়ানডের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে রুদ্রমূর্তি ধারণ করে রোহিত দেখিয়েছেন বুড়ো হাড়ের ভেলকি। তবে এসবের মাঝেই প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় রেকর্ড করেছেন হিটম্যান।

না বললেই নয়, আজ প্রথম বাউন্ডারি হাঁকাতেই আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 1000 রানের মাইলফলক ছুঁয়ে ফেললেন রোহিত। বলা বাহুল্য, ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে তিনিই প্রথম, যে কিনা অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ওয়ানডেতে 1000 রান সম্পূর্ণ করেছেন। এই কীর্তি করতে পারেননি সচিন তেন্ডুলকর থেকে শুরু করে বিরাট কোহলিও।

অবশ্যই পড়ুন: পার্থের পর অ্যাডিলেডেও শূন্য পেল বিরাট, কেরিয়ারে ইতি টানবেন নিজেই?

অ্যাডিলেডে সবচেয়ে বড় ওয়ানডে ইনিংস খেললেন রোহিত

পুরনো পরিসংখ্যান ঘাঁটলে জানা যাবে, এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে মোট 6টি ওয়ানডে খেলেছেন রোহিত শর্মা। সেই যাত্রায় তার রান রয়েছে 131। যেখানে শর্মার সর্বোচ্চ স্কোর ছিল 43। তবে বৃহস্পতিবার, অস্ট্রেলিয়ান বোলারদের বিপক্ষে একেবারে রুদ্রমূর্তি দেখিয়ে 73 রানের দাপুটে ইনিংস খেলার পরই অ্যাডিলেডে নিজের পুরনো রেকর্ড গুঁড়িয়ে দিলেন রোহিত।

 

Leave a Comment