সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৬ ডিসেম্বর, শুক্রবার। পার্ণো মিত্রের তৃণমূলে যোগদান, রেলের ভাড়া বৃদ্ধি, গিগ কর্মীদের ধর্মঘট, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে বাংলার ট্যাবলো
২০২৬ সালে প্রজাতন্ত্র দিবসে রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের ট্যাবলো। হ্যাঁ, প্রাথমিক তালিকায় ইতিমধ্যেই বাংলার নাম উঠেছে। প্রতিবারই এই তালিকায় বাংলার নাম নিয়ে সংশয় থাকে। তবে এবার মোট ১৭টি রাজ্যকে তালিকায় রাখা হয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে। জানা যাচ্ছে, এবার বন্দেমাতরমের সার্ধশতবর্ষ উপলক্ষে এই গানটিকে ট্যাবলোর মূল থিম হিসেবে তুলে ধরা হতে পারে। এমনকি এ বিষয়ে সম্মতিও মিলেছে। তবে প্রজাতন্ত্র দিবসের কয়েকদিন আগে চূড়ান্ত অনুমোদনের চিঠি পাঠানো হবে বলে খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) সংস্কার হবে কোলাঘাট রেল সেতু
রূপনারায়ণ নদীর উপর নির্মিত ১২৫ বছরের পুরনো কোলাঘাট রেল সেতু এবার সংস্কার করে অত্যাধুনিক সেতু স্থাপন করা হবে। জানা গিয়েছে, এই প্রকল্পের জন্য ৪৩২ কোটি টাকা ব্যয় হবে এবং এর ফলে টাটানগর-হাওড়া রেল রুটে ভ্রমণ আগের থেকে আরামদায়ক হবে তা বলার অপেক্ষা রাখে না। আসলে দীর্ঘদিন ধরে এই সেতুর কাঠামো অবনতির দিকে এগোচ্ছিল। ফলে নিত্য যাত্রীদের প্রতিদিন অসুবিধা হচ্ছিল। তার কারণে রেলওয়ে ডাউন ও মেইন লাইনে মালবাড়ী ট্রেন এবং বেশিরভাগ মেইল ও এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে। ফলত বোঝাই যাচ্ছে, খুব শীঘ্রই এই সেতু সংস্কার করা হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) অপারেশন সিঁদুরে আর্মিদের সাহায্য করার জন্য বাল পুরস্কার ১০ বছরের যুবকের
আজ দেশের বিভিন্ন রাজ্যের ২০ জন শিশুকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারে সম্মানিত করা হয়েছে। তবে জানলে অবাক হবেন, এই শিশুদের তালিকায় রয়েছে শ্রাবণ সিং, যে অপারেশন সিঁদুরের সময় ভারতীয় সেনাদের ক্ষেপণাস্ত্র হামলার পিছনে সাহায্য করেছিল। আর সেই সময় ছোট এই শ্রাবণ সকলের কাছে জল, দুধ, চা, বরফ ইত্যাদি জিনিসপত্র পৌঁছে দিত। রাষ্ট্রপতির কাছ থেকে এই পুরস্কার গ্রহণের পর সে বলেছে, যখন পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর শুরু হয়, তখন সেনারা আমাদের গ্রামে এসেছিল। আর আমি তাদের সেবা করা উচিত ভেবেই করেছিলাম। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী পার্ণো মিত্র
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির চেনা নাম অভিনেত্রী পার্ণো মিত্র। আগের বিধানসভা নির্বাচনে বরানগর কেন্দ্র থেকে বিজেপির হয়ে দাঁড়ানো অভিনেত্রী এবার তৃণমূলে যোগদান করার ইচ্ছা প্রকাশ করলেন। চন্দ্রিমা ভট্টাচার্য এর হাত ধরেই দিনে তৃণমূলে যোগ দিয়েছেন। তবে কেন তিনি তৃণমূলে যোগ দিলেন সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানাননি। কিন্তু বিজেপির বিরুদ্ধে অসন্তোষ উগড়ে দিয়েছিলেন তিনি। এমনকি শেষ পর্যন্ত বিজেপিতে দম বন্ধ অবস্থা হয়ে আসছিল তার, এরকমটা জানা যায়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) দেশজুড়ে ধর্মঘট গিগ কর্মীদের
দেশের সমস্ত গিগ কর্মীরা ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ধর্মঘটের ডাক দিলেন। বেশ কয়েকটি দাবি সামনে রেখেই তারা এই ধর্মঘটের ডাক দিয়েছে। জানা যাচ্ছে, তেলেঙ্গানা গিগ ও প্ল্যাটফর্ম ওয়ার্কার ইউনিয়ন এবং ইন্ডিয়ান ফেডারেশন গিগ ভিত্তিক ট্রান্সপোর্ট ওয়ার্কার এক বৃদ্ধিতে জানিয়েছে, বেশি কাজ করিয়ে নেওয়া হয় এবং উৎসবের মরশুমে আয় কমে যায়। পাশাপাশি তারা দাবি রেখেছেন, অবৈধ অর্ডার, ব্লকিং বা জরিমানা বন্ধ করতে হবে। কর্মক্ষেত্রে সম্মান এবং মর্যাদা দিতে হবে। পাশাপাশি সমাধান বন্টন করতে হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) আজ থেকেই বাড়ানো হল রেলের ভাড়া
রেল যাত্রীদের জন্য বিরাট ধাক্কা। আজ অর্থাৎ শুক্রবার থেকেই ট্রেনে বাড়ানো হল ভাড়া। হ্যাঁ, আজ থেকে ২২৫ কিলোমিটারের বেশি ভ্রমণের জন্য সাধারণ শ্রেণীতে প্রতি কিলোমিটারে ১ পয়সা আর মেইল বা এক্সপ্রেস ট্রেনের নন এসি ক্লাসে প্রতি কিলোমিটারে ২ পয়সা এবং সমস্ত ট্রেনের এসি ক্লাসে অনেকটাই ভাড়া বাড়ানো হয়েছে। সেই হিসাবে ৫০০ কিলোমিটার যাত্রার জন্য এবার ১০ টাকা ভাড়া বাড়ানো হবে। ২১৫ কিলোমিটার ভ্রমণ করলে অতিরিক্ত টাকা দিতে হবে না। কিন্তু ২১৬ থেকে সাড়ে ৭০০ কিলোমিটারের ভেতরে ৫ টাকা বাড়ানো হচ্ছে এসি ক্লাসে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) মুর্শিদাবাদে তৃণমূল ছেড়ে মিম দলে যোগদান সংখ্যালঘুদের
মুর্শিদাবাদে এবার তৃণমূল ছেড়ে সংখ্যালঘুরা একের পর এক মিম দলে যোগদান করছেন। ৪০টি পরিবার এবার একসাথে মিমে যোগদান করেছেন। এমনকি মিম ক্ষমতায় আসলে মহিলাদেরকে প্রতি মাসে ১৫,০০০ টাকা করে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির দল ত্যাগ করার পর জানিয়েছিলেন, তৃণমূলের সঙ্গে কোনওভাবে যুক্ত থাকবেন না আর তৃণমূলকে নিচে নামিয়ে ছাড়বেন। সেই মতোই এই পদক্ষেপ। মুর্শিদাবাদে এই মিম যোগদানের ঢেউ বিধানসভা নির্বাচনে ফলাফল পড়তে পারে বলে মনে করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) বিরাট ধাক্কা খেলেন বাংলার শিক্ষকরা
নতুন বছরের শুরুতে বিরাট ধাক্কা খেলেন বাংলার শিক্ষকরা। রাজ্য স্কুল শিক্ষা বিভাগ উৎসশ্রী পোর্টালের মাধ্যমে অনলাইন শিক্ষকদের স্থগিতাদেশের মেয়াদ ৩০ জুন, ২০২৬ পর্যন্ত বাড়িয়ে দিল। গত ২৩ ডিসেম্বর এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এই বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা বিভাগ থেকে জারি করা হয়েছে। আর এটি রাজ্যের প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষিকাদের জন্য প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) মালদা ও শিলিগুড়িতে বন্ধ হল বাংলাদেশীদের জন্য হোটেল
বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে এবার বিরাট পদক্ষেপ নিল মালদা এবং শিলিগুড়ি হোটেল ব্যবসায়ীরা। হ্যাঁ, হোটেল মালিক সমিতির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত কোনও বাংলাদেশের নাগরিককে হোটেলে থাকার সুযোগ দেওয়া হবে না। মালদা জেলা দীর্ঘদিন ধরেই বাংলাদেশ থেকে আসা রোগী, পড়ুয়া বা পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র। আর তারা মালদার হোটেলগুলিতে থাকেন। কিন্তু বর্তমান পরিস্থিতির চাপে পড়ে সেই ব্যবস্থা বন্ধ করা হয়েছে। পাশাপাশি শিলিগুড়ি হোটেল ওয়েলফার অ্যাসোসিয়েশনের তরফ থেকেও জানানো হয়েছে, বাংলাদেশ থেকে আসা নাগরিকরা আর কোনওভাবেই এখানে থাকতে পারবে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) ভরা মঞ্চে সঙ্গীত শিল্পী মধুবন্তি মুখার্জিকে অপমান
ভরা মঞ্চে সঙ্গীত শিল্পীদের অপমান যেন দিনের পর দিন বেড়েই চলেছে। লগ্নজিতা চক্রবর্তী হেনস্তার পর তাঁর পাশে দাঁড়ানোর জেরে বাতিল হয়েছিল পল্লব কীর্তনীয়ার শো। আর এরপর ভরা মঞ্চে মধুবন্তি মুখার্জিকে লোকসংগীত গাওয়ার জন্য অপমানিত হতে গেল। তিনি জানিয়েছেন যে, নদীয়ার মাজদিয়ায় একটি লোক সঙ্গীতের অনুষ্ঠান ছিল। তবে সেখানে আমি তোমরা কুঞ্জ সাজাও গানটি গাই। কিন্তু একজন লোক মঞ্চে উঠে এসে বলে, এখানে কোনও ধর্মের গান শুনতে আসিনি। এসব গান চলবে না। যদিও কমিটির সদস্যের ভদ্র আচরণের কারণে অভিযোগ দায়ের করেননি তিনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন