পার্থের পর অ্যাডিলেডেও শূন্য পেল বিরাট, কেরিয়ারে ইতি টানবেন নিজেই?

Virat Kohli Dismissed for duck in second ODI against Australia

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ব্যর্থতাকে একেবারে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিয়েছেন বিরাট কোহলি। তাই বোধহয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডের পর এবার অ্যাডিলেডেও খাতায় সংখ্যা যোগ করার আগেই উইকেট উড়ল ভারতীয় মহাতারকার (Virat Kohli Dismissed For Duck)। প্রায় 7 মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরে এ কী করছেন বিরাট? মাঠে নেমে খাতা খোলার আগেই আউট হয়ে ফিরে যাচ্ছেন সাজঘরে। পার্থের পর অ্যাডিলেডেও প্রিয় তারকার একই দূর্দশা দেখে কার্যত সমস্ত আশা ভরসা হারিয়েছেন ভক্তরা! আর কি কোহলিকে সুযোগ দেবে গৌতম গম্ভীর, অজিত আগকরদের বোর্ড? স্বাভাবিকভাবেই উঠছে সে প্রশ্ন।

নিজেই কি বড় সিদ্ধান্ত নিয়ে নেবেন কোহলি?

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে 8 রানে ফিরেছিলেন রোহিত শর্মা। তবে বৃহস্পতিবার চিত্রটা বদলে গেল। ব্যাট করতে এসেই দাপুটে ইনিংস খেললেন বিরাট সতীর্থ। বুধবারের অনুশীলন যে কতটা গুরুত্বপূর্ণ ছিল তা বোঝা গেল আজ সকালেই। এদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে 97 বলে দুটি ছয় এবং 7টি চার সহযোগে 73 রান করেন রোহিত। তবে ব্যর্থ হলেন বন্ধু বিরাট কোহলি।

আজ অবশ্য কোহলিকে জশ হ্যাজলউড বা মিচেল স্টার্কদের সামলাতে হয়নি। খেলতে হয়েছিল জেভিয়ার বার্টলেটের দুরন্ত বোলিংয়ের বিপক্ষে। আর সেখানেই ওভারের 4 নম্বর বলে এলবিডব্লিউ হয় মাঠ ছাড়েন বিরাট। প্রথম দিনের পর দ্বিতীয় দিন ডাক পাওয়ায় কোহলির ভবিষ্যৎ নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এদিন, প্রথম তিন বল দেখার পর চতুর্থ বলটি নিচে পড়ে ভিতরে ঢুকতেই ব্যাট চালাতে যান বিরাট, তবে বল গিয়ে লাগে প্যাডে। তৎক্ষণাৎ কোহলিকে বেরিয়ে যাওয়ার নির্দেশ (আউট) দেন আম্পায়ার!

তবে উল্লেখযোগ্য বিষয়, বিরাট কোহলি যখন মাঠ ছেড়ে সাজঘরে ফিরে যাচ্ছেন অ্যাডিলেডের দর্শকরা তখন উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন। এদিন কার্যত মাথা নিচু করেই বেরিয়ে যেতে হয়েছিল ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে। আর এসবের মাঝেই প্রশ্ন, এরপর আর কি ভারতীয় দলের হয়ে কোনও সিরিজে খেলার সুযোগ পাবেন কোহলি? হিসেব বলে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে যেহেতু রান করতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছেন বিরাট, তাতে একদিকে যেমন তাঁর হয়ে গলা ফাটানো মানুষের সংখ্যা কমবে, তেমনই কমবে কোহলির উপর ভক্তদের আস্থা। আর এ সব নিয়ে পরবর্তী সিরিজে সুযোগ পাওয়াটা বিরাটের জন্য যথেষ্ট কঠিন হবে।

অবশ্যই পড়ুন: ভারতের উপর মার্কিন শুল্ক ৫০% থেকে কমে দাঁড়াবে ১৫%! দাবি রিপোর্টে

বলা বাহুল্য, ভারতীয় দলের প্রধান কোচ গম্ভীর প্রথম থেকেই তরুণদের খেলানোর উপর বিশেষ জোর দিয়েছেন। মনে করা হয়, তাঁর চাপেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত এবং বিরাট। এখন হাতে শুধু ওয়ানডে। সেখানেও নিজেকে প্রমাণ করতে পারছেন না রোহিত সতীর্থ। তাছাড়াও বহু আগেই প্রধান নির্বাচক বলে দিয়েছিলেন, রোহিত এবং বিরাট ভারতীয় ক্রিকেট বোর্ডের 2027 বিশ্বকাপের পরিকল্পনায় নেই। ফলত, বিরাট যে আগামী দিনে ভারতের হয়ে খেলার সুযোগ পাবেন সেই সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। সেটা হতে পারত যদি চলতি সিরিজে ধারাবাহিকভাবে ব্যর্থ না হতেন বিরাট। সব মিলিয়ে, দীর্ঘদিন পর ওয়ানডেতে ফিরে বিরাট কোহলির এমন চরম ব্যর্থতা হয়তো তাঁর অবসরকেই কাছে ডাকছে, এমনটাই মত ক্রিকেট মহলের একাংশের। কেউ কেউ মনে করছেন, 22 গজে বারবার নাক কাটার পর নিজেই হয়তো বড় সিদ্ধান্ত (অবসর নেওয়া) নিয়ে নেবেন কোহলি!

Leave a Comment