প্রীতি পোদ্দার, কলকাতা: আর চাপাচাপির মধ্যে মেট্রো যাত্রা করতে হবে না যাত্রীদের! কারণ এবার নিত্যযাত্রীদের জন্য কলকাতা মেট্রো (Kolkata Metro) নিয়ে এল এক বড় সুখবর! যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণের জন্য সপ্তাহের কাজের দিনে বা উইকডে-তে আরও বেশি করে মেট্রো চলবে পার্পল লাইনে অর্থাৎ জোকা-মাঝেরহাট মেট্রো লাইনে। এমনকি বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা ও পরিষেবার সময়সীমা। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সুবিধার কথা ভেবেই এই পরিবর্তন আনা হচ্ছে।
কবে থেকে মিলবে পরিষেবা?
কলকাতা মেট্রো রেলের তরফে জানা গিয়েছে, পার্পল লাইনে আরও মেট্রো পরিষেবা চালু হতে চলেছে আগামী ১ ডিসেম্বর থেকে। শহরতলির বাসিন্দাদের যাতায়াতের জন্য আরও সুবিধা দিতে সপ্তাহের দিনগুলিতে মেট্রো পরিষেবা বাড়বে। সেইসঙ্গে পার্পল লাইনের মেট্রো পরিষেবার সময়ও বাড়ানো হবে বলে জানা গিয়েছে। যা মাঝেরহাট স্টেশন থেকে পূর্ব রেলের লোকাল ট্রেন পরিষেবা গ্রহণকারী শহরতলির যাত্রীদের জন্য বেশ উপকারী হবে বলে মনে করা হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সোমবার অর্থাৎ ১ ডিসেম্বর থেকে, প্রতি সোম থেকে শুক্রবার পর্যন্ত মোট ৮৪টি পরিষেবা চলবে। অর্থাৎ আগে যেখানে আপে ৪০ টি এবং ডাউনে ৪০ টি মেট্রো যেত, এখন তার পরিবর্তে দুই ক্ষেত্রেই ২টি করে ট্রেন বাড়বে।
বাড়িয়ে দেওয়া হল সময়সীমা
সামগ্রিকভাবে যাত্রীদের সুবিধার্থে এগিয়ে আনা হয়েছে সময়। প্রথম মেট্রোর সময় সকাল ৬টা ৫০-এর বদলে সকাল ৬টা ৪০ মিনিটে জোকা থেকে মাঝেরহাট যাওয়ার জন্য ছাড়বে। সকাল ৭টা ১৪-এর বদলে সকাল ৭টা ৩ মিনিটে মাঝেরহাট থেকে জোকা যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে। অন্যদিকে রাত ৮টা ৩৬-এর বদলে রাত ৯টা ৫-এ জোকা থেকে মাঝেরহাট যাওয়ার শেষ মেট্রো ছাড়বে এবং রাত ৮টা ৫৭-এর বদলে রাত ৯টা ২৬-এ মাঝেরহাট থেকে জোকা যাওয়ার শেষ মেট্রো ছাড়বে। চলতি মাসেই এই লাইনে শনিবারও মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তবে রবিবার এই লাইন বন্ধ থাকবে। আশা করা যাচ্ছে শিয়ালদহ-বজবজ লাইনের যাত্রীদের বেশ সুবিধা হবে।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই গম্ভীরকে ছাঁটাই করতে পারে BCCI
প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর থেকে অরেঞ্জ লাইনে আপ এবং ডাউন মিলিয়ে ৬২টি মেট্রো পরিষেবা দেওয়া শুরু করেছে কলকাতা মেট্রো। প্রতি সপ্তাহের সোম থেকে শুক্রবার পর্যন্ত ৩১টি আপ এবং ৩১টি ডাউন চালু করা হয়েছে। তবে শনি এবং রবিবার কোনও পরিষেবা পাওয়া যাবে না। মেট্রোর সংখ্যা বাড়ানোর পাশাপাশি একই সঙ্গে প্রথম এবং শেষ মেট্রোর সময়েও আনা হয়েছে বড় বদল। এবার তাই সেই সুবিধার কথা মাথায় রেখে পার্পল লাইনেও একই ব্যবস্থা করল মেট্রো কর্তৃপক্ষ।