পার্লামেন্টে বসে ই-সিগারেট খাচ্ছেন তৃণমূলের সাংসদ! বিস্ফোরক অনুরাগ ঠাকুর

Anurag Thakur

প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক অন্দরে পারদ বেশ চড়ছে। অন্যদিকে একই অবস্থা সংসদের শীতকালীন অধিবেশনে। সেখানেও একাধিক সাংসদদের তর্কবিতর্কের মাঝে আবহাওয়া বেশ গরম হয়ে উঠেছে। এমতাবস্থায় বৃহস্পতিবার লোকসভায় উত্তেজনা ছড়াল ধূমপান করা নিয়ে। অভিযোগ অধিবেশন চলাকালীন, লোকসভার অন্দরে বসে তৃণমূলের এক সাংসদ ই-সিগারেটে সুখটান দিচ্ছিলেন, এবার সেই নিয়ে মুখ খুললেন BJP সাংসদ অনুরাগ ঠাকুর (Anurag Thakur)।

লোকসভার অন্দরে সুখটান!

স্থানীয় রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ বৃহস্পতিবার লোকসভায় শীতকালীন অধিবেশন চলছিল। সেখানেই প্রশ্নোত্তর পর্ব চলাকালীন এক গুরুতর অভিযোগ তুলে ধরেন হিমাচল প্রদেশের বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। এদিন কারওর নাম না করেই এক তৃণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগ তোলেন অনুরাগ ঠাকুর। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার উদ্দেশে তিনি বলেন, ”দেশ জুড়ে তো ই-সিগারেট নিষিদ্ধ হয়ে গিয়েছে। আপনি কি সংসদে তার অনুমতি দিয়েছেন?’’ স্পিকার জানান, তিনি কোনও অনুমতি দেননি। এর পর অনুরাগ আবার বলেন, ‘‘কিন্তু তৃণমূলের এক সাংসদ তো খাচ্ছেন। অনেক দিন ধরে খাচ্ছেন। আপনি বিষয়টি যাচাই করে দেখুন।’’

কঠোর নির্দেশ স্পিকারের

বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের করা নালিশের পরেই স্পিকার অধিবেশনে উপস্থিত সকলের উদ্দেশে বলেন, ‘‘সংসদের সকল সদস্যের কাছে আমার অনুরোধ, আপনারা সংসদীয় পরম্পরা, নিয়ম মেনে চলুন। এই ধরনের অভিযোগ যদি আগামী দিনে আমার কাছে আসে, আমি পদক্ষেপ করব।’’ কিন্তু সেখানেই বিতর্ক থামেনি। বিজেপি সাংসদ বার বার বিষয়টি খতিয়ে দেখার জন্য স্পিকারের কাছে আবেদন জানাতে থাকেন। এরপরই বিজেপির অন্য সাংসদেরাও এ বিষয়ে সরব হয়। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দেন স্পিকার। জানান, এ বিষয়ে যাঁর যা বক্তব্য এবং অভিযোগ রয়েছে, তা লিখিত আকারে তাঁর কাছে জমা দিতে হবে। তার ভিত্তিতে স্পিকার পদক্ষেপ করবেন।

আরও পড়ুন: ‘এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়!’ প্যাটিস বিক্রতাদের মারধরকারীদের গ্রেফতার করিয়ে গর্জালেন মমতা

উল্লেখ্য, ২০১৯ সালে কেন্দ্রীয় সরকার একটি আইন তৈরি করে দেশে ই-সিগারেট সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করে দিয়েছিল। যার দরুন বর্তমানে ই-সিগারেটের উৎপাদন, বিক্রি, আমদানি-রফতানি এবং বিজ্ঞাপন করা এ দেশে বেআইনি। এমনটা কেউ করলে তার জেল এবং জরিমানা হতে পারে। সেখানে দাঁড়িয়ে সংসদে বসে এমন ই-সিগারেট খাওয়া নিয়ে তাই বিতর্ক চরম আকার ধারণ করেছে। তবে এদিন কোন সাংসদের দিকে অনুরাগ ঠাকুর ইঙ্গিত করেছেন তা অবশ্য জানা যায়নি। তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে।

Leave a Comment