বিক্রম ব্যানার্জী, কলকাতা: টেস্ট এবং ওয়ানডে শেষ করে বর্তমানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। গত ম্যাচে জয়ের পর আপাতত সিরিজে চালকের আসনে সূর্যকুমার যাদবরাই। এরই মাঝে এবার ভারতের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের প্লেয়ারদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI On Team India)। একাধিক প্রতিবেদন অনুযায়ী, BCCI এর নতুন আদেশে এবার থেকে দুই সংস্করণের সমস্ত প্লেয়ারদের ঘরোয়া টুর্নামেন্টে কমপক্ষে দুটি ম্যাচ খেলতেই হবে।
টিম ইন্ডিয়ার প্লেয়ারদের জন্য নতুন আদেশ জারি করল BCCI
Tv 9 এর এক প্রতিবেদন বলছে, বর্তমান পরিস্থিতির দিকে কড়া নজর রেখে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। BCCI এর তরফে নাকি জানানো হয়েছে এবার থেকে ভারতীয় ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের সমস্ত প্লেয়ারকে ঘরোয়া টুর্নামেন্টের অন্তত দুটি ম্যাচ খেলতেই হবে। বোর্ড জানিয়েছে, বিজয় হাজারে ট্রফি 2025-26 সিজনে কমপক্ষে দুটি ম্যাচ খেলবেন ভারতীয় দলের টি-টোয়েন্টি এবং ওয়ানডে সংস্করণের প্লেয়াররা।
সূত্রের খবর, রোহিত শর্মা, বিরাট কোহলি থেকে শুরু করে হার্দিক পান্ডিয়া এবং সূর্য কুমার যাদব সহ বাকি প্লেয়ারদের ফিটনেস বজায় রাখতে এবং ঘরোয়া ক্রিকেটকে আরও শক্তিশালী করে তুলতে এই পদক্ষেপ নিয়েছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। বলা বাহুল্য, ভারতীয় ঘরোয়া ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফি শুরু হচ্ছে আগামী 24 ডিসেম্বর থেকে। ক্রিকেট মহলের অনেকেই বলছেন, বোর্ডের এই সিদ্ধান্তে ঘরোয়া ক্রিকেট দলগুলির অনভিজ্ঞ প্লেয়াররা অভিজ্ঞ খেলোয়াড়দের কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পাবেন।
অবশ্যই পড়ুন: IPL-র আগেই টিম ইন্ডিয়ার জার্সি গায়ে বিরাট কীর্তি গড়লেন KKR-র বরুণ চক্রবর্তী
উল্লেখ্য, আসন্ন 24 ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিজয় হাজারে ট্রফি চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত। আর এই টুর্নামেন্টে খেলতে চলেছেন ভারতীয় মহাতারকা বিরাট কোহলি। ইতিমধ্যেই সে কথা দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনকে জানিয়ে দিয়েছেন কিং কোহলি। সূত্রের যা খবর, এই আসরে মূলত দুটি ম্যাচ খেলবেন বিরাট। আর সেটা হলে 2010 এর পর 16 বছর পেরিয়ে বিজয় হাজারে ট্রফি টুর্নামেন্ট দেখবে বিরাটের ব্যাটের ঝলকানি।