পাসপোর্ট চুরির অভিযোগে এয়ারপোর্টে মারপিট দুই বাঙালি মহিলার, ভাইরাল ভিডিও

Dhaka Airport Incident

সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (Dhaka Airport Incident) যেন এক রণক্ষেত্রে পরিণত হল। হ্যাঁ, সপ্তাহ তিনেক আগে ঠিক দুপুরবেলা ঘটেছিল এক অবিশ্বাস্য ঘটনা। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, দুই নারী যাত্রী নিজেদের মধ্যেই মারামারিতে জড়িয়ে পড়েছেন। হ্যাঁ, মুহূর্তের মধ্যেই ঘটনাটি ক্যামেরাবন্দি হয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তবে নেপথ্যে কী কারণ রয়েছে? কেন হঠাৎ মহিলা যাত্রীদের মধ্যে চুল টানাটানি?

ভাইরাল ভিডিও

ভাইরাল হওয়া প্রায় এক মিনিটের একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যেই এক নারী আরেক নারীর চুল ধরে টানাটানি করছে। এমনকি তাকে বললে শোনা যাচ্ছে যে, সে তাঁর ব্যগ থেকে পাসপোর্ট চুরি করেছে। অন্য মহিলাটি নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও ক্রমে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে।

 

বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ জায়গাতে দুই নারীর ঝগড়া 🙂

Posted by Nusrat Chowdhury on Sunday, July 20, 2025

তবে এই ঘটনার সবথেকে অবাক করার দিক হল, এরকম আন্তর্জাতিক মানের একটি বিমানবন্দরের অভ্যন্তরে কোনো নিরাপত্তা সদস্য ছিল না। এমনকি এয়ারপোর্টের কোনও প্রতিনিধও সেখানে উপস্থিত ছিলেন না। ফলে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। অনেকেই এয়ারপোর্টের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর রাতারাতি ভাইরাল হয়ে যায়। ফেসবুক, টুইটার, ইউটিউব সব জায়গায় এখন ছড়িয়ে পড়েছে ভিডিওটি। কেউ কেউ লিখছে, এরকম বিশৃঙ্খলা দেশের ভাবমূর্তি নষ্ট করে। এরকম ঘটনা খুব একটা দেখা যায় না। আবার কেউ কেউ অভিযোগ করছে যে, আন্তর্জাতিক বিমানবন্দরের মতো একটি জায়গায় নিরাপত্তা ব্যবস্থার এত ঘাটতি। নিরাপত্তার অভাবেই এরকম ঘটনা ঘটেছে।

আরও পড়ুনঃ ১৫ আগস্ট থেকে চালু হচ্ছে FASTag অ্যানুয়াল পাস! কারা যোগ্য, কত টাকা লাগবে জেনে নিন

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ওই নারী নাকি সত্যিই তাঁর ব্যাগ থেকে পাসপোর্ট চুরি করেছিল এবং সেই অভিযোগের ভিত্তিতেই এই চুল টানাটানি। তবুও এয়ারপোর্ট কর্তৃপক্ষ এবং প্রশাসন বিষয়টিকে খতিয়ে দেখছে এবং তল্লাশি করার চেষ্টা করছে যে, আসলে ঐদিন কী ঘটেছিল।

Leave a Comment