পিছনে পড়বেন চাহাল, অর্শদীপ! টি-টোয়েন্টিতে বড় কীর্তি গড়ার পথে বরুণ চক্রবর্তী

Varun Chakaravarthy Is going to set a huge record in T20 cricket

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় দলের রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)। দলের কঠিন সময় প্রতিপক্ষের উইকেট ভেঙে ম্যাচ নিজেদের দিকে ঘুরিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে তাঁর। সে কারণেই টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর বোলার হিসেবে গণ্য করা হয় তাঁকে। কলকাতা নাইট রাইডার্স দলের এই সৈনিক আজকের ম্যাচে নিজের টি-টোয়েন্টি কেরিয়ারের বড় মাইলফলক ছুঁয়ে ফেলতে পারেন। আর সেটা হলেই, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহালদের ক্লাবে ঢুকে পড়বেন তিনি।

চাহাল অর্শদীপকে পিছনে ফেলবেন বরুণ

সালটা 2021। সে বছরই নীল জার্সি গায়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তীর। শুরুর দিকে 6 ম্যাচ খেলে দুটি উইকেট নেওয়ার পর দীর্ঘদিন ভারতীয় দলে উপেক্ষিত ছিলেন তিনি। তবে পরবর্তীতে গৌতম গম্ভীর প্রধান কোচ হয়ে আসার পর টিম ইন্ডিয়ায় কামব্যাক হয় নাইট তারকার। আর তারপর থেকেই দলের হয়ে পাথর ভেঙেছেন বরুণ।

কঠিন ম্যাচে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের দুঃস্বপ্ন হয়ে উঠেছেন ভারতীয় দলের এই গুরুত্বপূর্ণ স্পিনার। ঠিক যেই সময় ম্যাচের মোড় ঘোরানো দরকার, দরকার একটা উইকেটের সেই সময়েই চক্রবর্তীতে ভরসা রেখেছে ভারতীয় দল। আর সেই সূত্র ধরেই এখনও পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে 31 ম্যাচ খেলে 49টি উইকেট ভেঙেছেন বরুণ। কাজেই আজ ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় টি-টোয়েন্টিতে চক্রবর্তী যদি আরেকটি মাত্র উইকেট ভাঙতে পারেন সে ক্ষেত্রে 20 ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে 50 উইকেট সম্পূর্ণ করে ফেলবেন এই KKR তারকা।

বলাই বাহুল্য, টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও পর্যন্ত ভারতের মোট 11 জন বোলার 50 বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়েছেন। সেই তালিকায় নাম রয়েছে ভারতীয় দলের যোগ্য স্পিনার কুলদীপ যাদব থেকে শুরু করে 33 ম্যাচে 50 উইকেট নেওয়া জোরে বোলার অর্শদীপ সিং থেকে শুরু করে চাহাল সহ অনেকেরই। এবার সেই তালিকায় ঢোকার অপেক্ষায় বরুণ চক্রবর্তী।

অবশ্যই পড়ুন: প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন মেসি, এক নজরে রবিবার মুম্বইয়ে লিওর কার্যক্রম

এক্ষেত্রে বলে রাখি, বরুণ যদি আজ একটি উইকেট ভেঙে টি-টোয়েন্টি ক্রিকেটে 50 উইকেট সম্পূর্ণ করেন সে ক্ষেত্রে 32 ম্যাচে এই মাইলফলক অর্জন করবেন তিনি। যেখানে চাহাল তাঁর 50 উইকেট সম্পূর্ণ করতে 34টি ম্যাচ লাগিয়ে দিয়েছিলেন। কাজেই, আজ যদি চক্রবর্তী একটি উইকেট তুলে এই মাইলফলক অর্জন করতে পারেন সেক্ষেত্রে ম্যাচের নিরিখে তিনি হারিয়ে দেবেন চাহালকেও।

Leave a Comment