পিছলে পড়লেন বাথরুমে, পা-মাথায় চোট কুণাল ঘোষের! অস্ত্রোপচার হবে তৃণমূল নেতার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হঠাৎ ফসকে গেছিল পা। বাথরুমে পড়ে গিয়ে গুরুতর চোট পেলেন তৃণমূলের মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। চোট পেতেই তড়িঘড়ি তৃণমূল নেতাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে (Kunal Ghosh Admitted To Hospital)। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। চিকিৎসক সূত্রে খবর, যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা ইতিমধ্যেই হয়েছে। পা এবং মাথায় বেশ আঘাত পেয়েছেন কুণাল। মঙ্গলবার হবে অস্ত্রোপচার!

পায়ে অস্ত্রোপচার করাতে হবে কুণাল ঘোষের!

জানা যায়, সোমবার নিজের বাড়িতেই বাথরুমে ঢুকতে গিয়ে আচমকা পা পিছলে পড়ে যান কুণাল ঘোষ। সেই সময়েই পা এবং মাথায় প্রচন্ড আঘাত লাগে তাঁর। পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, ভালই চোট লেগেছে কুণালের। হাসপাতালে পৌঁছানোর সাথে সাথেই করা হয়েছে এক্স এর রে, স্ক্যানের মতো প্রয়োজনীয় পরীক্ষা। এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

কয়েকটি সূত্র মারফত খবর, কুণালের পায়ের অবস্থা যা, তাতে অস্ত্রোপচার প্রয়োজন বলেই জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা। সেই মতোই, আগামী মঙ্গলবার তাঁর পায়ের অপারেশন করা হবে। তবে এই মুহূর্তে তৃণমূল মুখপাত্রের শারীরিক অবস্থা স্থিতিশীল। বলাই বাহুল্য, বিভিন্ন সময় দল তৃণমূলের হয়ে সাংবাদিকদের নানান প্রশ্নের সম্মুখীন হতে হয় কুণালকে। এক কথায়, দলের একজন দক্ষ ডিফেন্ডার কুণাল ঘোষ। এমতাবস্থায়, তাঁর আকস্মিক চোট তৃণমূল নেতৃত্বের জন্য যে কিছুটা হলেও চিন্তায় সে কথা বলাই যায়।

অবশ্যই পড়ুন: বাংলায় এবার দুয়ারে হাসপাতাল! হুগলির প্রত্যন্ত গ্রামে চালু ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা

প্রসঙ্গত, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণালের চোট প্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ খোলেনি দল তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের এই নেতার শারীরিক অবস্থা এখন কেমন তা নিয়েও কোনও বক্তব্য আসেনি তাঁর পরিবারের তরফে। যদিও ইতিমধ্যেই বিরোধী পক্ষের অনেকেই কুণালের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

Leave a Comment