পিছিয়ে গেল গঙ্গাসাগর সেতুর শিলান্যাস, কবে হবে? প্রকাশ্যে নতুন তারিখ

Gangasagar Setu Mamata Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: শীতের দাপটে কাঁপছে গোটা বাংলা। আর এই পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলা নিয়ে বিশেষ প্রস্তুতিতে মেতে উঠেছে প্রশাসন। জানা গিয়েছে, আগামী ১৪ জানুয়ারি পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্যস্নান হতে চলেছে। তবে মেলা শুরু হয়ে যাবে ১০ জানুয়ারি থেকেই এবং চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। প্রতি বছরের মত এই বছরও লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হবে বলে প্রশাসনের অনুমান। সেই কারণে কোনও রকম ত্রুটি যাতে না থাকে তাই গঙ্গাসাগরের প্রস্তুতি খতিয়ে দেখতে সাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

ভিআইপি কালচার নিয়ে কড়াকড়ি প্রশাসন

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই নবান্নের উচ্চ বৈঠকে আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন যে, গঙ্গাসাগর মেলায় অংশ নিতে আসা সাধারণ পুণ্যার্থীরা যেন কোনো ধরণের অসুবিধার সম্মুখীন না হন। ভিআইপি পাস, আলাদা রাস্তা বা বিশেষ সুবিধার কারণে সাধারণ মানুষের যাতে কোনো সমস্যার মুখে পড়তে না হয়। সকলের জন্য যেন সমান পরিষেবা নিশ্চিত করা থাকে। শুধু তাই নয়, সকল পুণ্যার্থীদের জন্য জল, শৌচাগার, নিরাপত্তা, যাতায়াত ও অস্থায়ী আবাসনের ব্যবস্থা যাতে সুষ্ঠুভাবে করা হয় তারও নির্দেশ দেওয়া হয়েছিল। আর এ বার গঙ্গাসাগর মেলাকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে স্বয়ং সাগরদ্বীপে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করতে পারেন মমতা

সূত্রের খবর, ৫ জানুয়ারি সাগরদ্বীপে পৌঁছে মেলা পরিচালনার সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়। এদিন মুখ্যমন্ত্রীর দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে প্রস্তুতি বৈঠক করার পাশাপাশি একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পরিকল্পনা রয়েছে তাঁর। এরপর পরিদর্শন শেষে ৬ জানুয়ারি কলকাতায় ফেরার পরিকল্পনা রয়েছে। এর আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে, তিনি যেদিন গঙ্গাসাগর যাবেন, সেদিনই গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করবেন। এবার সেই পরিকল্পনাই বাস্তবায়িত হতে চলেছে। তবে এর আগে শোনা যাচ্ছিল যে, এই ডিসেম্বরেই গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করতে পারেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেটি পিছিয়ে এবার জানুয়ারির ৫ তারিখ হবে বলে আশা করা হচ্ছে। এই সফরে মুখ্যমন্ত্রী কপিলমুনির মন্দিরে পুজো দিতে পারেন বলেও প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে।

আরও পড়ুন: এবার সরকারি শিক্ষকরা টিউশন করলেই বিপদ! কড়া ব্যবস্থা শিক্ষাদপ্তরের

প্রসঙ্গত, আন্তর্জাতিক তারকা ফুটবলার লিয়োনেল মেসির কলকাতা সফরের সময় যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, সেই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার গঙ্গাসাগর মেলায় ‘ভিআইপি সংস্কৃতি’ প্রতিরোধে আগাম প্রস্তুতি শুরু করেছে রাজ্য প্রশাসন। সেক্ষেত্রে মেলার সার্বিক প্রস্তুতি কতটা এগোল, তা দেখতে নিজেই তাই দায়িত্ব নিয়ে সাগরদ্বীপে যাচ্ছেন মমতা। প্রশাসনের তরফে জানানো হয়েছে ওইদিন নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল, বিদ্যুৎ, সাফাই, যাতায়াত ও অস্থায়ী আবাসনের ব্যবস্থা নিয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করা হবে মুখ্যমন্ত্রীর কাছে।

Leave a Comment