সহেলি মিত্র, কলকাতা: দুর্যোগ যেন বাংলার পিছুই ছাড়তে চাইছে না। বর্ষা জোঁকের মতো আটকে রয়েছে বাংলার। ঘূর্ণিঝড় ‘মান্থা’ দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও এর প্রভাব রয়েছে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে। এর প্রভাবে আজ মাসের প্রথম দিনেই প্রবল দুর্যোগের সম্ভাবনা তৈরী হয়েছে বাংলায়। আজ শনিবার দুর্যোগ ঘিরে ধরতে পারে সমগ্র বাংলাকে বলে আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Today)। লেটেস্ট আপডেট অনুযায়ী, উত্তর-পশ্চিম ঝাড়খণ্ড এবং পার্শ্ববর্তী অঞ্চলে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, শনিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বর্ষণের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, নদীয়া, হাওড়া এবং কলকাতায়। বৃষ্টির সঙ্গে উপরি পাওনা হতে পারে ৪০ কিমি বেগে দমকা হাওয়া।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, আজ ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। বাকি জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আগামীকালের আবহাওয়া
এবার আসা যাক আগামীকাল অর্থাৎ রবিবার ছুটির দিন কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া। এদিন দক্ষিণবঙ্গের সব জেলা যেমন বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলী, কলকাতা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। অপরদিকে উত্তরবঙ্গের সব জেলা যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বর্ষণের সম্ভাবনা রয়েছে।