পিছোচ্ছে না SSC পরীক্ষা, কবে মিলবে অ্যাডমিট কার্ড? জারি বিজ্ঞপ্তি

WBSSC Exam

প্রীতি পোদ্দার, কলকাতা: গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে ‘যোগ্য’ চাকরিপ্রার্থীদের করা মামলায় নির্দেশ দিয়েছিল যে রাজ্য সরকার যদি পরীক্ষা পিছিয়ে দিতে চায়, সেটা করতেই পারে। সেক্ষেত্রে এই বিষয়টি সম্পূর্ণভাবে কমিশনের উপর নির্ভর করছে। আর সেই নির্দেশের পরেই শুক্রবার উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্য সচিব। কিন্তু নির্ধারিত দিনেই হবে এবার এসএসসি-র লিখিত পরীক্ষা। তবে সুপ্রিম কোর্টের নির্দেশমতো পরীক্ষার ফর্ম ফিলাপের জন্য ১০ দিন সময় আরও বাড়াচ্ছে এসএসসি।

পরীক্ষা নিতে বড় সিদ্ধান্ত SSC-র

কমিশনের তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশমতো এসএসসি পরীক্ষায় আবেদনকারীদের ১০ দিন সময় বাড়ানো হচ্ছে ফর্ম পূরণের জন্য। এই বর্ধিত ১০ দিনে যাঁরা আবেদন করবেন, তাঁদের একদিনের মধ্যেই অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে। তবে এই নির্দেশ দিলেও লিখিত পরীক্ষার দিন আর পিছোনো হবে না অর্থাৎ আগেই যেমন বলা হয়েছিল ৭ এবং ১৪ সেপ্টেম্বর পরীক্ষা হবে সেই নির্দেশই বহাল থাকবে। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নিয়ে গতকাল অর্থাৎ শুক্রবার উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্য সচিব। সেখানেই স্কুল শিক্ষা দফতরকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

WBSSC Exam

আবেদনের ফি জমা দেওয়া নিয়ে বড় আপডেট

পরীক্ষার সময়সূচি পরিবর্তন না করার কারণ হিসেবে বলা হয়েছে, ৭ ও ১৪ সেপ্টেম্বরের পর আর কোন‌ও দিন পাওয়া যাচ্ছে না পরীক্ষা নেওয়ার। তারপরই পুজোর ছুটি পড়ে যাচ্ছে। তাই সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। তাই এই সিদ্ধান্ত। এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ মতো গতকাল সন্ধ্যায় SSC-র তরফে জানানো হয়েছে যে, প্রার্থীদের জন্য আজ অর্থাৎ ২৩ আগস্ট সন্ধ্যা থেকে আগামী ২ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকেল ৫ টা পর্যন্ত আবেদনের উইন্ডো খোলা থাকবে। কিন্তু আবেদন ফি জমা দেওয়া যাবে ২ সেপ্টেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। সেইসঙ্গে কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ৩ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে দ্বিতীয় SLST পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে।

আরও পড়ুন: বছরে মিলবে ৪৮ হাজার টাকা, OBC-দের জন্য দারুণ স্কলারশিপ রাজ্য সরকারের

উল্লেখ্য, স্পেশাল এডুকেটর বা বিশেষ ভাবে সক্ষম শিক্ষক নিয়োগ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন বা SSC। এই নিয়ে এমনকি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৯৪১ শূন্য পদে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু করতে চলেছে SSC। সেক্ষেত্রে ১ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত এই আবেদন গ্রহণ করা হবে। এবং আগ্রহীরা টাকা জমা দিতে পারবেন ২৪ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এদিকে গত বৃহস্পতিবার, শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে যে ফর্ম ফিল আপের ক্ষেত্রে যাঁরা ৪৫ শতাংশ নম্বরের যোগ্যতার মানদণ্ড পূরণ করছেন এবং পূর্ববর্তী প্যানেলে ছিলেন, তাঁদের সুযোগ যেন বাধ্যতামূলক করা হয়।

Leave a Comment