প্রীতি পোদ্দার, কলকাতা: পরীক্ষা শুরু আগেই সূচি পরিবর্তন CBSE বোর্ডের! আগামী বছর দশম ও দ্বাদশ দুই শ্রেণির পরীক্ষার সময়সূচিতে বড় পরিবর্তন আনল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE Exams Rescheduled)। জানা গিয়েছে আগে যেসব পরীক্ষা ৩ মার্চে হওয়ার কথা ছিল, প্রশাসনিক কারণে সেগুলির নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। তবে, দশম ও দ্বাদশের পরীক্ষা ১৭ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে, তা-ও নিশ্চিত করা হয়েছে।
পরীক্ষার সূচি পরিবর্তন CBSE-র
উল্লেখ্য, দশম শ্রেণির বেশ কিছু ভাষা ও ঐচ্ছিক পত্রের তারিখ রয়েছে ৩ মার্চ। বিষয়গুলি হল তিব্বতি, জার্মান, এনসিসি, ভোটি, বোড়ো, তাংখুল, জাপানি, ভুটিয়া, স্পেনীয়, কাশ্মীরি, মিজো, বাহসা মেলায়ু, বুক কিপিং ও হিসেবশাস্ত্র। কিন্তু পরিবর্তিত সূচি অনুযায়ী ৩ মার্চ দশম শ্রেণির যে যে পরীক্ষা হওয়ার কথা তা হবে ১১ মার্চ। অন্যদিকে দ্বাদশ শ্রেণিরও ৩ মার্চের পরীক্ষা পিছিয়ে যাবে। ওই পরীক্ষা হবে ১০ এপ্রিল। অর্থাৎ ১১ মার্চ দশমের হিসাবশাস্ত্র, তিব্বতি, জার্মান, ন্যাশনাল ক্যাডেট কর্পস, ভোটি, বোদো, তাঙ্গখুল, জাপানি, ভুটিয়া, স্প্যানিশ, কাশ্মিরী, মিজো, বাহাসা মেলাউ, এলিমেন্টস অফ বুক কিপিং পরীক্ষা হবে। এবং ১০ এপ্রিল দ্বাদশের লিগ্যাল স্টাডিজ পেপার বিষয়টির পরীক্ষা নেওয়া হবে। আর কোনও তারিখের পরীক্ষার দিন বদলাচ্ছে না।
আরও পড়ুনঃ মাত্র ৪৪ টাকাতেই এক বছর সক্রিয় থাকবে সিম! দারুণ প্ল্যান Jio-র
১০ দিন পর উত্তরপত্র মূল্যায়ন হবে!
২০২৬ থেকে দশম শ্রেণিতে দু’বার বোর্ড পরীক্ষার আয়োজন করবে সিবিএসই। দশমের প্রথম পর্বের পরীক্ষা ১০ মার্চ শেষ হওয়ার পর দ্বিতীয় পর্বের পরীক্ষা শুরু হবে ১৫ মে থেকে। যারা প্রথম পর্বে পরীক্ষা দিয়ে সন্তুষ্ট হবে না, তারা এই দ্বিতীয় পর্বের পরীক্ষা দিতে পারবে। অধিকাংশ পরীক্ষাই শুরু হবে ১০:৩০ এ। যা শেষ হবে ১:৩০ এ। আবার কিছু বিষয়ে পরীক্ষা অবশ্য সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।পরীক্ষা শেষের পর ১০ দিন পর উত্তরপত্র মূল্যায়ন করা হবে। যা দু’দিনের মধ্যেই শেষ করতে হবে। CBSE বোর্ডের তরফে বারবার জানানো হচ্ছে নিয়মিত যেন তাদের অফিসিয়াল আপডেটগুলো চেক করা হয়
আরও পড়ুন: রেশন নিয়ে বড় মন্তব্য মমতার, পাল্টা ধেয়ে এল কটাক্ষও
প্রসঙ্গত, পরীক্ষা শুরুর প্রায় ১১০ দিন আগেই চূড়ান্ত সূচি ঘোষণা করেছিল সেন্টাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। সেই সূচি অনুযায়ী, ৩ মার্চে দশম ও দ্বাদশের পরীক্ষা হওয়ার কথা থাকলেও প্রশাসনিক কারণে ওই পরীক্ষার দিন পিছিয়ে দেওয়া হয়েছে। এদিকে চলতি বছরে দশম এবং দ্বাদশের পরীক্ষায় প্রায় ৪৫ লক্ষ পড়ুয়া মোট ২০৪টি বিষয়ে পরীক্ষা দেবে, তাই সেক্ষেত্রে যাতে বোর্ডের তরফে কোনো ত্রুটি যেন না থাকে, তার জন্য অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বেশ কিছু নির্দেশাবলী জানিয়ে দেওয়া হয়েছে।