সৌভিক মুখার্জী, কলকাতা: অতিরিক্ত ফাস্ট ফুড যে কতটা ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে, তার এক হৃদয়বিদারক উদাহরণ সামনে আসলো উত্তরপ্রদেশের আমরোহা থেকে। হ্যাঁ, পিৎজা, বার্গারের মতো অতিরিক্ত ফাস্ট ফুড খাওয়ার ফলে গুরুতর অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে একাদশ শ্রেণির ছাত্রী আহানার (Death For Eating Fast Food)। দিল্লির AIIMS-এ চিকিৎসাধীন অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বছর ১৭-র ওই নাবালিকা।
হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে আহানা
পরিবার সূত্রে খবর পাওয়া গেল, গত ২৮ নভেম্বর হঠাৎ করে তীব্র পেট ব্যথা শুরু হয় আহানার। প্রথমে তাঁকে আমরোহার একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ার পর তাঁকে মোরাদাবাদে রেফার করা হয়। সেখানে পরীক্ষা করে চিকিৎসকরা জানান, তাঁর অন্ত্রে মারাত্মক ক্ষতি হয়েছে এবং পেটের ভিতরে প্রচুর পরিমাণ তরল জমে গিয়েছে। এরপর সেখানকার সার্জন অস্ত্রোপচার করে প্রায় ৭ লিটার তরল বের করে। কিছুটা সুস্থ হওয়ার পর আরও উন্নত চিকিৎসার জন্য তাঁকে দিল্লির AIIMS-এ ট্রান্সফার করা হয়।
তবে AIIMS-এ নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা পরীক্ষা করে জানান, তাঁর অন্ত্রের নাড়িগুলি একে অপরের সঙ্গে জুড়ে গিয়েছিল এবং হজমতন্ত্র সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসা চললেও ধীরে ধীরে অবস্থার অবনতি ঘটে। শেষ পর্যন্ত ২১ ডিসেম্বর রাত্রিবেলা হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে আহানার। চিকিৎসকদের মতে, দীর্ঘদিন ধরেই অস্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস এই বিপর্যয়ের মূল কারণ। তাঁর কাকা জানিয়েছেন, চিকিৎসকরা স্পষ্ট বলেছেন, ফাস্ট ফুডের কারণে তাঁর অন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। যার ফলে শরীর দুর্বল হয়ে পড়ে।
पिज्जा-बर्गर खाने से मौत!
अमरोहा की 11वीं की छात्रा अहाना की दिल्ली एम्स में मौत हो गई। कारण सिर्फ इतना था की वह रोजाना बर्गर,पिज्जा और चाऊमीन खाती थी।
डॉक्टरों ने उसकी मौत की मुख्य वजह लंबे समय से फास्टफूड का अत्यधिक सेवन बताया है, जिससे उसकी आंतों में छेद हो गया और पाचन… pic.twitter.com/mVrrX6644x
— Srishti vishwakarma (@Srishtivishwak4) December 23, 2025
আরও পড়ুন: জম্মু-কাশ্মীরের সেনা ছাউনিতে সতীর্থের হাতেই খুন জওয়ান! ঘনাচ্ছে রহস্য
এদিকে পরিবারের সদস্যদের দাবি, ছোটবেলা থেকেই আহানার চাওমিন, ম্যাগি, পিৎজা, বার্গারের মতো খাবারের দিকে ঝোঁক ছিল। বাড়ির রান্না সে প্রায় এড়িয়ে চলত। এমনকি লুকিয়ে প্যাকেটজাত খাবার খেত। আমাদেরই ভুল হয়েছে, ওর খাবারের দিকে নজর দেওয়া উচিত ছিল। ফাস্ট ফুডে অতিরিক্ত মশলা, চর্বি এবং কার্বোহাইড্রেট থাকে। কোল্ড্রিংস, চিপস, ফ্রেন্স ফ্রাই শিশুদের শরীরকে নষ্ট করে। তারই জলজ্যান্ত উদাহরণ আহানা।