প্রীতি পোদ্দার, কলকাতা: ভারী বৃষ্টির জেরে বড় সিদ্ধান্ত কলকাতা পুরসভার! আগামী অক্টোবর মাস পর্যন্ত নিকাশি বিভাগের কর্মীদের ছুটি বাতিল করে দিল কলকাতা পুরসভা! বৃষ্টির পূর্বাভাস মাথায় রেখেই নেওয়া হল এই চরম সিদ্ধান্ত। এইমুহুর্তে নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জেরে রাজ্যে ক্রমাগত হয়েই চলেছে ভারী বৃষ্টি। যার ফলে কলকাতায় একাধিক জায়গায় শুরু হয়েছে জল জমার মত সমস্যা। আর তাই এবার সাধারণ মানুষের সুবিধার্থে বড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার।
পুজোর আনন্দ মাটি কর্মীদের
‘আনন্দবাজার’-র রিপোর্ট অনুযায়ী, আগামী সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে শারদোৎসব শুরু হচ্ছে শহরে। তার পর লক্ষ্মীপুজো, কালীপুজো, দীপাবলী এবং ছটপুজোও রয়েছে। কিন্তু পুজোর আনন্দে এবার গা ভাসাতে পারবে না নিকাশি বিভাগের কর্মীরা। কারণ কলকাতা পুরসভার তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিকাশি বিভাগের সমস্ত কর্মী ও আধিকারিকের ছুটি বাতিল করে দেওয়া হল। অন্তত অক্টোবর পর্যন্ত ছুটি বাতিল করা হয়েছে।
কেন এই সিদ্ধান্ত?
কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, সামনে রয়েছে মুখ্যমন্ত্রীর শহরজুড়ে মিছিল ও ২১ জুলাইয়ের সমাবেশ। তাই সেক্ষেত্রে এই দুই রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করেও বাড়তি চাপ রয়েছে প্রশাসনের উপর। আর তার মাঝেই আলিপুর আবহাওয়া দফতরের তরফে ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তাই সেক্ষেত্রে সবকিছু সামলাতেই নিকাশি ভবনের ছুটি বাতিলের মতো কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুরু হয়ে গিয়েছে কাজ
অন্যদিকে শহরের যেসব এলাকায় জল জমার প্রবণতা বরাবরই বেশি থাকে, সেই এলাকাগুলিকে চিহ্নিত করে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। প্রায় ১০০০ শ্রমিক মোতায়েন করা হয়েছে সেই কাজে। ছোট ছোট দলে ভাগ করা হয়েছে শ্রমিকদের, এই সেই দলের নজরদারির দায়িত্বে রয়েছেন প্রায় ১০০ জন ইঞ্জিনিয়ার। পাশাপাশি, ২৪ ঘণ্টা ধরে চালু রাখা হয়েছে শহরের সমস্ত নিকাশি পাম্পিং স্টেশন।
কী বলছেন মেয়র ফিরহাদ?
কিন্তু এত ব্যবস্থার পরেও দেখা যাচ্ছে যে গতকালের মাঝারি বৃষ্টিতেই বিধান সরণি, আমর্হাস্ট স্ট্রিট, মহাত্মা গান্ধী রোড, ঠনঠনিয়া এবং মুক্তারামবাবু স্ট্রিটে জল জমে রয়েছে রাস্তায়। রাস্তা ভেঙে যাওয়া এবং স্লো ড্রেনেজ সমস্যা ও রয়েছে। মঙ্গলবার, ১৫ জুলাই, মেয়র ফিরহাদ হাকিমকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, “ভারী বৃষ্টি হচ্ছে। তবে রাস্তার অবস্থা খুব খারাপ নয়। আমরা যদি তিন-চার দিন সময় পাই, রাস্তা আবার আগের মতো হয়ে যাবে।”
আরও পড়ুন: কত বড় সাহস! পুলিশের নজর এড়িয়ে নবান্নের ১৪ তলায় ঢুকে পড়লেন এক সিভিক ভলান্টিয়ার
প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরে,রাজ্যে ভারী বৃষ্টির জেরে কলকাতার বিভিন্ন এলাকায় জল জমতে দেখা গিয়েছে। রাতভর বৃষ্টিতে উত্তর এবং দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় কোথাও গোড়ালি সমান জল, তো আবার কোথাও প্রায় হাঁটু সমান জল জমে গিয়েছিল।
যদিও বৃষ্টি কমার পরে সেই জল নামতে দেরি হয়নি। তবে রাস্তায় এই জল বিভ্রাটের হাত থেকে পুরোপুরি মুক্তিও মেলেনি। সেক্ষেত্রে কবে এই বিভ্রাট থেকে সকলে বাঁচবে তাই নিয়ে শুরু হয়েছে মতবিরোধ।