প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই ২৬ এর বিধানসভা নির্বাচন। তাই হাতে আর খুব বেশি সময় নেই। সেই কারণে এখন থেকেই জোর কদমে ভোট প্রচারের জন্য উঠে পড়ে লেগেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। বিভিন্ন সরকারি প্রকল্প থেকে সমস্ত সরকারি কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। আর এই আবহে এবার আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে নবান্নে বৈঠক ডাকা হয়েছে রাজ্যের সমস্ত জেলাশাসকদের নিয়ে।
জরুরী বৈঠক জেলাশাসকদের
মিডিয়া রিপোর্ট অনুযায়ী নবান্নের তরফে জানানো হয়েছে, আজকের নবান্ন বৈঠকের প্রধান এজেন্ডা হতে চলেছে সরকারি নতুন প্রকল্প ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচির প্রস্তুতি। তবে এছাড়াও ভারী বৃষ্টির জেরে রাজ্যের একাধিক জেলায় জল জমে বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে, সেই সকল এলাকায় সমস্যা মোকাবিলা করার জন্য এবার জরুরি বৈঠক হতে চলেছে নবান্নে আজ। জানা গিয়েছে বৈঠক শুরু হওয়ার কথা দুপুর ১২.৩০টায়। এই সময়ের মধ্যেই রাজ্যের সমস্ত জেলাশাসকদের সশরীরে হাজির থাকতে বলা হয়েছে মুখ্যসচিবের কনফারেন্স রুমে।
SIR এবং ভোটার তালিকা সংশোধন নিয়ে আলোচনা
আজকের নবান্ন বৈঠকে সমস্ত জেলাশাসকদের সঙ্গে কর্মসূচি এবং বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আলোচনায় উঠে আসতে পারে ভোটার তালিকার প্রসঙ্গ। মনে করা হচ্ছে – নির্বাচন কমিশনের নির্দেশ মেনে SIR এবং ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিষয়েও এদিন উঠে আসতে পারে আলোচনায়। আসলে, রাজ্যস্তরে জাতীয় নির্বাচন কমিশনের হয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক নির্বাচনী যে কোনও কাজের দায়িত্বে থাকেন। ফলে সিইও-র পরে ডিইও-দের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনী কাজে। তাই আজকের এই বৈঠক।
আরও পড়ুন: ‘জয় বাংলা’ স্লোগান শুনেই তেড়ে যান শুভেন্দু! তারপরেই বিস্ফোরক অভিযোগ শেখ মইদুলের
উল্লেখ্য ভোটার তালিকায় নিবিড় সংশোধন নিয়ে ধারাবাহিক ভাবে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়েও বুথ লেভেল অফিসারদের বীরভূম থেকে সতর্কবার্তা দিয়েছেন তিনি। যা নিয়ে নানা সমালোচনা হয়েছিল। আজ সেই বিষয় নিয়েও আলোচনা হতে পারে। এর পাশাপাশি যেহেতু পুজো প্রায় দোরগোড়ায় এসে পৌঁছেছে তাই আজই নেতাজি ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর পুজো-বৈঠক রয়েছে। আশা করা যাচ্ছে এই বৈঠক থেকে পুজো অনুদান ১ লক্ষ টাকা করার কথা ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী।