বিক্রম ব্যানার্জী, কলকাতা: দুর্গাপুজোর আগেই যাত্রীদের সুখবর শোনাল কলকাতা মেট্রো। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি স্পষ্ট জানিয়ে দেন, অনলাইন অর্থাৎ আমার কলকাতা মেট্রো অ্যাপের মাধ্যমে টিকিট কাটলে 5 শতাংশ ছাড় পাওয়া যাবে।
সাধারণত স্টেশন থেকে টিকিট কাটার ক্ষেত্রে পেপার এবং প্রিন্টের খরচ পরে, তবে অনলাইনে সেই অতিরিক্ত খরচটা লাগে না। নাম প্রকাশে অনিচ্ছুক মেট্রো আধিকারিকের দেওয়া তথ্য অনুযায়ী, আজ অর্থাৎ শুক্রবার থেকেই লাগু হচ্ছে এই নয়া সুবিধা।
উপকৃত হবেন নিত্যযাত্রীরা
কলকাতা মেট্রোর তরফে অনলাইন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে বিশেষ ছাড়ের যে সুবিধা ঘোষণা করা হয়েছে, তাতে নিত্যযাত্রীরা যে উপকৃত হবেন সে কথা বলার অপেক্ষায় রাখে না। মেট্রোরেলের এক আধিকারিক বলছেন, এই মুহূর্তে দমদম থেকে শোভাবাজার পর্যন্ত মেট্রোর টিকিট মূল্য 10 টাকা।
তবে যদি তা অনলাইনে কাটা হয় সেক্ষেত্রে এবার থেকে এই ভাড়ার উপর 5 শতাংশ ছাড় বসিয়ে টিকিটটি 9 টাকা 50 পয়সায় পেয়ে যাবেন যাত্রীরা। সেক্ষেত্রে যদি টিকিটের মূল্য 20 টাকা হয় তবে এই ছাড়ের পরিমাণ দিয়ে দাঁড়াবে 1 টাকায়।
বিশেষজ্ঞ মহলের মতে, ডিজিটাল প্রযুক্তির দুনিয়ায় মেট্রোয় অনলাইনে পরিষেবা বাড়ানোর দিকে ঝুঁকছে বিভিন্ন সরকারি সংস্থাগুলি। মূলত সেই কারণেই এবার আমার মেট্রো অ্যাপের ব্যবহার বাড়াতে এই বিশেষ পদক্ষেপ নিল মেট্রো রেল কর্তৃপক্ষ।
Kolkata Metro Launches New Smart Card, Offers 5% Extra Benefit on Mobile Recharge
Posted by Halaat-E-Bengal Online on Thursday, August 14, 2025
অবশ্যই পড়ুন: ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠ দখলের আগেই স্বস্তি পেল মোহনবাগান
উল্লেখ্য, আগে কলকাতা মেট্রো অ্যাপটির নাম ছিল মেট্রো রাইড কলকাতা। তবে বর্তমানে সেই নাম বদলে আমার কলকাতা মেট্রো রাখা হয়েছে। আসলে, স্টেশনে টিকিট কাউন্টারের সামনে যাত্রীদের ভিড় এড়াতে এবং অনলাইন পরিষেবাকে আরও ত্বরান্বিত করতে নতুন মেট্রো অ্যাপটির উপর আকর্ষণীয় সব ছাড় বসাচ্ছে কলকাতা মেট্রো। শোনা যাচ্ছে, আগামীতে মেট্রোরেল এবং ইস্টার্ন রেলে যাতায়াতের ক্ষেত্রে নতুন স্মার্ট কার্ড ব্যবহার করা যাবে।