প্রীতি পোদ্দার, কলকাতা: দেখতে দেখতে প্রায় দোরগোড়ায় চলে এল বাঙালির শ্রেষ্ঠ উৎসব। শুরু হতে গিয়েছে প্রতিমা নির্মাণের কাজ, মাঠে মাঠে শুরু হয়ে গিয়েছে মণ্ডপ তৈরির কাজ কারণ খাতায় কলমে দুর্গাপুজো আসতে এখন বাকি মাত্র আর এক মাস। স্বাভাবিকভাবেই কেনাকাটার ঝোঁক শুরু হয়ে গিয়েছে। দোকান বাজারে ভিড় জমাচ্ছে আমজনতা। ছুটির দিন থাকলে ভিড় যেন একেবারে উপচে পড়ছে। এদিকে সেই ভিড় সামাল দিতে গিয়েই হুলস্থূল কাণ্ড। তাইতো সাধারণ মানুষের সুবিধার্থে এবার শহরে অতিরিক্ত বাস নামানোর সিদ্ধান্ত নিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
পূজোর শপিংয়ের জন্য আনা হবে স্পেশাল বাস!
পুজো আসতেই প্রতি সপ্তাহের শনি ও রবিবার পুজোর কেনাকাটার জন্য সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে দোকানগুলিতে। বেশিরভাগ ভিড় চোখে পড়ে কলকাতার দোকানগুলিতে। বিভিন্ন জেলা থেকে এই সময় প্রচুর মানুষ আসেন কলকাতায় শুধুমাত্র পুজোর শপিংয়ের জন্য। আর তার ফলে রাস্তায় ভিড় জমে। তাই সেই কারণে এবার ব্যবস্থা করা হচ্ছে পুজো শপিং স্পেশাল বাসের। মূলত হাওড়া আর শিয়ালদা থেকে এই বাস ছাড়া হবে। সম্প্রতি এই নিয়ে মুখ খুললেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
কী বলছেন পরিবহন মন্ত্রী?
শহরে শপিং বাস চালু করা নিয়ে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন যে, পুজোর ঠিক পনেরো দিন আগে থেকে এই বাস চালানো হবে। মোট ২৫টি করে বাস চালানো হবে। যদি দেখা যায় বাসের চাহিদা আরও বাড়ছে, তাহলে সেই পরিস্থিতি অনুসারে বাড়ানো হবে বাসের সংখ্যা। আপাতত হাওড়া আর শিয়ালদা থেকে এই বাস ছাড়া হবে বলে ঠিক করা হয়েছে। বিস্তারিত রুট নিয়ে একটি বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশ করা হবে।” তবে শুধু শপিং স্পেশাল বাস নয় তার সঙ্গে আনা হচ্ছে নাইট সার্ভিস বাস চালু হতে চলেছে। এই বিষয়ে মন্ত্রী বলেন, “পুজোর কয়েকটা দিন নাইট-সার্ভিস বাস চালু করা হবে। আসলে অনেকেই পুজোর সময় সারারাত ঠাকুর দেখেন। তাঁদের আর হেঁটে হেঁটে হাওড়া-শিয়ালদহ যেতে ইচ্ছা করে না। তাই এই নাইট সার্ভিস বাসগুলি হাওড়া-শিয়ালদহ-বারাসত মুখী করা হতে চলেছে।”
আরও পড়ুন: পেট্রোল পাম্প থেকে তেল ভরে বেরোতেই বাইকে আগুন! ভয়ঙ্কর ঘটনা হুগলির চণ্ডীতলায়
উল্লেখ্য এর আগেও পুজোর সময় শহরবাসীর জন্য শপিং স্পেশাল বাস চালু করেছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এমতাবস্থায় দিনের পর দিন সরকারি বাসের সংখ্যা বাড়তে থাকায় ব্যাপক চিন্তার মুখে পড়তে হচ্ছে বেসরকারি বাস-শাটল পরিষেবাগুলিকে। শুধু তাই নয়, হাওড়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সম্প্রতি মেট্রো পরিষেবা চালু হওয়ায় অন্যান্য পরিবহন ব্যবস্থায় লক্ষ্মীলাভ বেশ কমেছে। যদিও সেই নিয়ে রাজ্যের মন্ত্রী জানিয়েছেন, মেট্রোর জন্য বিভিন্ন রুটের বাসের রুট বদলের কাজ চলছে, যাতে মানুষ মেট্রোর সঙ্গে এই বাস রুটগুলি ব্যবহার করতে পারেন।