সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের জন্য রইল খারাপ খবর। বিশেষ করে আপনিও যদি নিউ জলপাইগুড়ি কিংবা উত্তর-পূর্ব রেলের কোনও ট্রেনে করে যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে টিকিট কাটার আগে অবশ্যই জেনে নিন এই খবরটি। আসলে উত্তরবঙ্গগামী থেকে শুরু করে উত্তর-পূর্ব ভারতগামী বহু ট্রেন বাতিল করে দিল রেল (North Bengal Train Cancelled)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এই বাতিল হওয়া ট্রেনের তালিকায় শতাব্দী এক্সপ্রেস থেকে শুরু করে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেন রয়েছে। তাহলে চলুন জেনে নেবেন বিশদে।
বাতিল একগুচ্ছ ট্রেন
এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কেন আচমকা এতগুলি ট্রেন বাতিল করা হয়েছে? তাহলে জানিয়ে রাখি, আসলে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত নিউ জলপাইগুড়ি জংশনের সংস্কার কাজ চলছে। যে কারণে একাধিক ট্রেন বাতিল থেকে শুরু করে আংশিকভাবে বাতিল এবং কিছু ট্রেনকে ঘুরপথে চালানো হবে বলে জানিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। স্বাভাবিকভাবেই রেলের এহেন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন সাধারণ রেল যাত্রীরা।
আরও পড়ুনঃ দীর্ঘদিন বন্ধ থাকবে ব্লু লাইন মেট্রো পরিষেবা? সংস্কারের জন্য টেন্ডার ডাকায় বাড়ল জল্পনা
ট্রেন বাতিল প্রসঙ্গে বড় তথ্য দিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা। তিনি জানিয়েছেন, “এনজেপি স্টেশনে প্ল্যাটফর্মে শেড নির্মাণ ও বৈদ্যুতিক সংযোগের কাজ চলছে। সে কারণেই কয়েকটি ট্রেন সম্পূর্ণ বাতিল, কয়েকটি ঘুরপথে এবং কিছু ট্রেন আংশিক বাতিল করা হচ্ছে। পাশাপাশি অনেক ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে।”
কোন কোন ট্রেন বাতিল থাকবে?
২০ আগস্ট অবধি বাতিল থাকবে আলিপুরদুয়ার জংশন- এনজেপি ট্যুরিস্ট এক্সপ্রেস।
১৭–২০ আগস্ট অবধি বাতিল থাকবে ৫৫৭৪৯ এনজেপি–হলদিবাড়ি প্যাসেঞ্জার ।
২০ আগস্ট অবধি বাতিল থাকবে। ৫৫৭৫০ হলদিবাড়ি–এনজেপি প্যাসেঞ্জার ।
২০ আগস্ট অবধি বাতিল থাকবে ৫৫৭৫১ এনজেপি–হলদিবাড়ি প্যাসেঞ্জার ।
১৭ থেকে ২০ আগস্ট অবধি বাতিল থাকবে ৫৫৭৫২ হলদিবাড়ি–এনজেপি প্যাসেঞ্জার।
১৭ থেকে ২০ আগস্ট অবধি বাতিল থাকবে ১৫৭১০/১৫৭০৯ এনজেপি–মালদা টাউন–এনজেপি এক্সপ্রেস।
১৭ থেকে ২০ আগস্ট অবধি বাতিল থাকবে ১৫৭০৩/১৫৭০৪ এনজেপি–বঙ্গাইগাঁও–এনজেপি এক্সপ্রেস।
১৯ থেকে ২০ আগস্ট অবধি বাতিল থাকবে ৭৫৭২১ শিলিগুড়ি জংশন–হলদিবাড়ি ডিইএমইউ।
২০ আগস্ট অবধি বাতিল থাকবে ৭৫৭২২ হলদিবাড়ি–শিলিগুড়ি জংশন ডিইএমইউ।
এছাড়া আংশিকভাবে বাতিল থাকবে ট্রেন নম্বর ৫২৫৪১-৫২৫৪০ এনজেপি-দার্জিলিং এবং দার্জিলিং-এনজেপি টয়ট্রেন পরিষেবা। ১৯ আগস্ট এনজেপি স্টেশনের পরিবর্তে শিলিগুড়ি জংশন থেকে ছাড়বে টয়ট্রেন। আবার এনজেপি থেকে এসে শিলিগুড়ি জংশনেই দাঁড়াবে। এর পাশাপাশি ১২০৪১ হাওড়া-এনজেপি শতাব্দী এক্সপ্রেস ১৯ অগাস্ট এনজেপির পরিবর্তে কিশনগঞ্জ স্টেশন থেকে ছাড়বে। ২০ অগাস্ট ১২০৪২ হাওড়া থেকে রওনা হয়ে শতাব্দী এক্সপ্রেস কিশনগঞ্জ স্টেশনে যাত্রাপথ শেষ করবে।
ঘুরপথে চালানো হবে এই ট্রেনগুলি
১) গুয়াহাটি-লোককাম্য তিলক এক্সপ্রেস ১৯ তারিখ বিকেল পাঁচটার পরিবর্তে রাত ১০টা ৩০ মিনিটে ছাড়বে।
২) কামাখ্যা-রাঁচি জংশন এক্সপ্রেস ১৯ অগাস্ট এনজেপিতে দাঁড়াবে না। তার পরিবর্তে শিলিগুড়ি জংশনে দাঁড়াবে। ওইদিন ট্রেনটি ঠাকুরগঞ্জ হয়ে চলাচল করবে।
৩) শিলঘাট টাউন-কলকাতা এক্সপ্রেস ১৯ তারিখ দুপুর দেড়টার পরিবর্তে বিকেল চারটায় ছাড়বে।
৪) ফিরোজপুর-আগরতলা এক্সপ্রেস ১৮ অগাস্ট এনজেপির পরিবর্তে শিলিগুড়ি জংশনে দাঁড়াবে এবং ঠাকুরগঞ্জ হয়ে যাতায়াত করবে। বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
৫) কামাখ্যা-ওল্ড দিল্লি বিপি মেল ১৯ অগাস্ট ৪টা ৫৫ মিনিটের পরিবর্তে রাত ১১টায় ছাড়বে।
৬) হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস ১৯ তারিখ ৪টা ৫ মিনিটের বদলে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ছাড়বে।