সহেলি মিত্র, কলকাতা: অবশেষে বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande Bharat Sleeper) নিয়ে সামনে এল বড় আপডেট। দীপাবলি এবং ছট পুজোর আগে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চালানোর প্রস্তুতি চলছে। ভারতীয় রেল এই মাসেই দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চালাতে পারে বলে শোনা যাচ্ছে। এমনকি কোন রুটে প্রথম এই ট্রেন ছুটবে সে সম্পর্কে জানা গিয়েছে। আরাম, গতি এবং নতুন প্রযুক্তির সাহায্যে, বন্দে ভারত স্লিপার ট্রেনগুলি দীর্ঘ এবং মাঝারি দূরত্বের ভ্রমণের জন্য ডিজাইন করা হয়েছে। এই নতুন ট্রেনটি দেশে রেল ভ্রমণকে আরও উন্নত করবে বলে আশাবাদী সকলে।
কবে চালু হচ্ছে বন্দে ভারত স্লিপার ট্রেন?
এমনিতে যত সময় এগোচ্ছে ততই ভারতীয় রেল ব্যবস্থায় আসছে একের পর এক পরিবর্তন। আগের থেকে এখন ট্রেনগুলিতে যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও আরামদায়ক হয়েছে। ভারতীয় রেলের গৌরব বাড়াচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, তেজস এক্সপ্রেসের মতো ট্রেন। আগামী দিনে আবার নতুন সংযোজন হতে চলেছে বুলেট ট্রেন, হাইড্রোজেন ট্রেন। এসব নিয়ে দেশবাসীর উত্তেজনা একদম তুঙ্গে রয়েছে।যাইহোক এবার আসা যাক বন্দে ভারত স্লিপার ট্রেন প্রসঙ্গে। গত মাসে, গুজরাটের ভাবনগরে একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময়, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছিলেন যে বন্দে ভারত স্লিপার ট্রেনটি শীঘ্রই চালু হবে। তিনি বলেছিলেন যে বন্দে ভারত স্লিপার সেপ্টেম্বরে আসছে। তবে, এর তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি এবং এটি কখন শুরু হবে তাও নিশ্চিত করা হয়নি।
২৫ জুলাই, ২০২৫ তারিখে রাজ্যসভায় এক লিখিত উত্তরে রেলমন্ত্রী জানান যে বন্দে ভারত স্লিপার ট্রেনের প্রথম রেক শুরু হতে চলেছে। মন্ত্রী বলেন যে বন্দে ভারত স্লিপার ট্রেনসেটের প্রথম প্রোটোটাইপ ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে। স্লিপার বন্দে ভারত সম্পর্কে অনেক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে এবং সমস্ত পরীক্ষার পর, এটি চালু করার প্রস্তুতি চলছে।
বন্দে ভারত স্লিপার ট্রেনের রুট
ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের রুট এখনও ঠিক করা হয়নি। তবে সূত্রের খবর, বন্দে ভারত স্লিপার ট্রেনের রুট দিল্লি থেকে পাটনা এবং দ্বারভাঙা বা সীতামারির মধ্যে হতে পারে। এটি দীপাবলি এবং ছট পূজার আগে উৎসবের মরশুমের আগে শুরু হবে। এবার আসা যাক ট্রেনের গতি সম্পর্কে। বন্দে ভারত স্লিপার ট্রেনটি সর্বোচ্চ ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলার জন্য ডিজাইন করা হয়েছে। সুবিধার কথা বলতে গেলে, এতে চার্জিং সুবিধা সহ একটি রিডিং লাইট, অভ্যন্তরীণ ডিসপ্লে প্যানেল এবং সুরক্ষা ক্যামেরা, মডুলার প্যান্ট্রি এবং বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য বিশেষ বার্থ এবং টয়লেট রয়েছে। এছাড়াও, প্রথম শ্রেণীর এসি কোচে গরম জল সহ একটি শাওয়ারের সুবিধাও রয়েছে, যা যাত্রীদের আরাম আরও বাড়িয়ে তোলে।
India’s first Vande Bharat Sleeper Train is expected to debut in Bihar by late September, likely on the Delhi–Patna route, with a possible extension to Darbhanga or Sitamarhi. pic.twitter.com/kM1HmMLluj
— The Bihar Index (@IndexBihar) September 5, 2025