পুজোর আগে ফের বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী, খুলতে পারে মেট্রোর নতুন রুট

PM Narendra Modi

প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই ২৬ এর বিধানসভা নির্বাচন। তাই তার আগে থেকে এখনই ভোট প্রস্তুতি নিয়ে মেতে উঠেছে রাজনৈতিক দলগুলি। এমতাবস্থায় ফের বঙ্গ সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বঙ্গ–বিজেপি সূত্রে এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, চলতি মাসের তৃতীয় সপ্তাহে দমদমে সরকারি প্রকল্পের উদ্বোধন এবং জনসভা করতে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তৃতীয়বার বঙ্গে মোদি

চলতি বছর, গত ২৯ মে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং ১৮ জুলাই পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে প্রশাসনিক এবং রাজনৈতিক কর্মসূচির কারণে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’জায়গাতেই প্রশাসনিক এবং রাজনৈতিক, দু’রকম কর্মসূচি ছিল মোদীর। একাধিক প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি রাজনৈতিক নানা প্রসঙ্গ তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী। এমতাবস্থায় ফের বাংলায় আসতে চলেছেন মোদি। রাজ্য বিজেপি সূত্রের খবর, চলতি মাসের তৃতীয় সপ্তাহে দমদমে সরকারি প্রকল্পের উদ্বোধন এবং জনসভা করতে আসতে পারেন প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে দমদমের সেন্ট্রাল জেল ময়দানের সভাস্থলেও এই কর্মসূচী হওয়ার সম্ভাবনার রয়েছে।

ইয়েলো লাইনের মেট্রো উদ্বোধনের সম্ভাবনা মোদির

রাজ্য বিজেপির অন্দরমহল থেকে শোনা যাচ্ছে যে দমদমে প্রধানমন্ত্রীর জনসভা মঞ্চের পিছনেই প্রশাসনিক সভার মঞ্চ তৈরি করা হবে। প্রথমে প্রধানমন্ত্রী সেখানেই যাবেন কিছু সরকারি প্রকল্পের শিলান্যাস ও প্রকল্পের উদ্বোধনের জন্য। তবে সে সব নিয়ে এখনও কিছু স্পষ্ট জানানো হয়নি। তবে আধা করা যাচ্ছে চলতি বছর তৃতীয়বার বাংলার সফরে আসলে হয়ত নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর রুটের মেট্রো উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। কারণ এই রুটের কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পাশাপাশি ট্রায়ালও হয়ে গিয়েছে। সব মিলিয়ে নাকি চলতি বছরে ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ১০টি প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন: বিয়েবাড়িতে মাংস কম, আর তাতেই বন্দুক বের করল নিমন্ত্রিতরা! রায়গঞ্জে হুলস্থুল কাণ্ড

বঙ্গ–বিজেপি নেতৃত্বের একাংশের বক্তব্য, আগামী দিনে প্রতি মাসে অন্তত একবার করে বাংলায় আসবেন প্রধানমন্ত্রী। ভোট যত এগিয়ে আসবে, রাজ্যে নমোর সভার সংখ্যা আরও বাড়বে বলে বিজেপি নেতৃত্বের বক্তব্য। এমনকি আগামী বছরের গোড়ায় প্রধানমন্ত্রীকে সামনে রেখে বিগ্রেড সমাবেশ করারও পরিকল্পনা রয়েছে রাজ্য বিজেপির। তবে এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল কংগ্রেস। তাদের তরফে বলা হয়েছে, ‘২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির আসন সংখ্যা কমে গিয়েছিল ২০২৬–এও ক্ষমতায় আসা তো দূরের কথা, বিরোধী দলনেতার পদ পেতে গেলে যতজন বিধায়ক দরকার হয়, সেই বিধায়ক সংখ্যাও ওরা পাবে না।’

Leave a Comment