পুজোর আগে ফের DA মামলার শুনানি, জানা গেল তারিখ

bengal da case

সহেলি মিত্র, কলকাতা: বাংলার ডিএ বা মহার্ঘ্য ভাতা মামলায় (Bengal DA Case) অবশেষে সামনে এল আশাপ্রদ খবর। খুব শীঘ্রই এই মামলার নিষ্পত্তি ঘটবে বলে আশাবাদী সরকারি কর্মী থেকে শুরু করে আইনজীবীরা। গতকাল মঙ্গলবার মহার্ঘ্য ভাতা মামলাটি বিচারপতি কারোল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে ওঠে। তবে এদিনও শুনানি পিছিয়ে গিয়েছে। ফলে কিছুটা হলেও মন খারাপ সকলের। যদিও এখন ডিএ মামলা নিয়ে সামনে বড় তথ্য উঠে এসেছে যা মনে আশা জাগিয়েছে সরকারি অধিকারিকদের।

DA মামলায় সুখবর

বিগত বেশ কয়েক বছর ধরে বাংলার সরকারি কর্মীরা বকেয়া ও বর্ধিত হারে ডিএ-র দাবি জানিয়ে আসছেন। চলছে দীর্ঘ লড়াই। তবে সময়ের সঙ্গে সঙ্গে আইনি লড়াই যেন আরও দীর্ঘ হয়েছে। সুপ্রিম কোর্টে মামলা উঠলেও বেশ কয়েকবার তা পিছিয়ে গিয়েছে। ফলে বেজায় মন খারাপ সকলের। মঙ্গলবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। যদিও এবার রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বড় তথ্য দিলেন।

মলয় মুখোপাধ্যায় জানালেন, আগামী শুক্রবার বা সোমবার বকেয়া ডিএ মামলা শেষ করার আভাস মিলেছে। তাহলে কি সেদিনই দীর্ঘ প্রতীক্ষিত রায়দান হতে চলেছে এই মামলায়? সরকারি কর্মচারীদের সংগঠনের সাধারণ সম্পাদক জানান, এই মানলার শুনানি যে মঙ্গলবার হবে না তা আগেই আভাস পেয়ে আমাদের জানিয়েছিলেন বরিষ্ঠ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

এক বা দু’দিন পরেই ডিএ মামলায় বড় রায়দান!

অপরদিকে ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার জানিয়েছেন, গত ৪, ৫, ৬ এবং ৭ অগস্ট পরপর ডিএ মামলা শুনেছিল সুপ্রিম কোর্ট। আর এক বা দু’দিন লাগবে। আজ পার্ট-হার্ডের প্রশ্ন উঠেছে। সেটা গ্রহণ করেছে শীর্ষ আদালত। অর্থাৎ বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে যে কোনও শুক্রবার বা সোমবার টানা শুনানি হবে। বিচারপতিরা দিন জানিয়ে দেবেন। কনফেডারেশনের আইনজীবী জানিয়েছেন, সুপ্রিম কোর্ট বলেছে যে আগামী যে কোনও সোমবার বা শুক্রবার সেই মামলা শোনা যাবে। শীঘ্রই সেই মামলার তারিখ জানিয়ে দেওয়া হবে বলে দাবি করেছেন কনফেডারেশনের আইনজীবী। তিনি আশাবাদী দ্রুত এই মামলার ফয়সলা হয়ে যাবে।

ওদিকে মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, আগামী ১১ সেপ্টেম্বর ডিএ মামলার চূড়ান্ত শুনানি। তিনি ফেসবুক পোস্টে লেখেন, ‘১১ ই সেপ্টেম্বর বৃহস্পতিবার পড়ছে৷ এবং মাননীয় প্রশান্ত কুমার মিশ্রের তাতে নাম নেই৷ কিন্তু বিচারপতির পক্ষ থেকে বলা হয়েছিল মাননীয় পি.কে.মিশ্র থাকবেন এবং কোনো এক শুক্রবার অথবা সোমবার হবে । সেক্ষেত্রে ফাইনাল তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত আমাদের কি আরও অপেক্ষা করতে হবে?’

Leave a Comment