পুরুলিয়াতে তুষারপাত? ভোরবেলা দেখা গেল বরফের আস্তরণ!

Purulia Snowfall

সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন রাজ্যের তাপমাত্রা তলানিতে ঠেকছে। বিশেষ করে পাহাড়ি জেলা পুরুলিয়াতে তো কিছু বলার অপেক্ষা রাখে না। সেখানে ইতিমধ্যেই পারদ ৫ ডিগ্রি সেলসিয়াসের ঘর ছুঁয়েছে। আবহাওয়া দফতর পুরুলিয়ার জন্য আগে থেকেই শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করেছিল এবং সেই আবহ সত্যি হলো। তবে অতিরিক্ত শৈত্যপ্রবাহের মাঝেই দেখা গেল বরফের আস্তরণ। তাহলে কি পুরুলিয়াতে তুষারপাত (Purulia Snowfall) হয়েছে?

পুরুলিয়াতে দেখা গেল বরফের আস্তরণ

আসলে উত্তুরে হওয়ার দাপটে ক্রমশ ঝাড়খন্ড লাগোয়া পাহাড়ি এই জেলাতে দিনের পর দিন পারদ নিচের দিকে নামছে। ভোর এবং রাতের দিকে ঠান্ডার প্রকোপ বেশ ভালোভাবেই অনুভূত হচ্ছে। আর এই প্রবল শীতের মাঝেই চাঞ্চল্যকর এক ছবি সামনে আসলো পুরুলিয়া ঝালদা ২ নম্বর ব্লকের বেগুনকোদর গ্রাম থেকে। স্থানীয়দের দাবি অনুযায়ী, ভোরবেলা গ্রামের বিভিন্ন জায়গায় খড়ের উপর একটি তুষার বা বরফের আস্তরণ দেখা গিয়েছে।

আরও পড়ুন: “বাংলাদেশের দোষ নেই”, মুস্তাফিজুর ইস্যুতে ICC-কে দোষারোপ প্রাক্তন KKR অলরাউন্ডারের!

যদিও আবহাওয়াবিদদের একাংশের মতে, তীব্র শীত এবং ভোরের দিকে তাপমাত্রা হঠাৎ করে আরও নিচের দিকে নেমে যাওয়াতে এই ধরনের বরফের আস্তরণ সৃষ্টি হতে পারে। এটি কোনও তুষারপাত নয়। পাহাড়ি এলাকায় সাধারণত এরকম পরিস্থিতিতে ভূমিতে হালকা বরফ জমার সম্ভাবনা থাকে। আবহাওয়াবিদদের মতে, পুরুলিয়ার পাহাড়ি অঞ্চলগুলোতে শীতের প্রকোপ আগামী দিনে আরও বাড়তে পারে। আর ভোরের দিকে কুয়াশা এবং ঠান্ডা বাতাস মিলিয়ে পরিস্থিতি যেন আরও কঠিন তৈরি করছে। ইতিমধ্যে কনকনে ঠান্ডায় নাজেহাল পুরুলিয়া সহ গোটা রাজ্যবাসী।

আরও পড়ুন: বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে এবার যা হবে, জারি অ্যালার্ট

যদি এখনও পর্যন্ত প্রশাসন বা আবহাওয়া দফতরের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এটি তুষারপাত কিনা সে বিষয়ে কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি। বিষয়টি তাও খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু ভূমিতে বরফের মতো আস্তরন পাওয়ায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং সোশ্যাল মিডিয়া বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে, যা নিয়ে সংশয় প্রকাশ করছে নেট নাগরিকরা।

1 thought on “পুরুলিয়াতে তুষারপাত? ভোরবেলা দেখা গেল বরফের আস্তরণ!”

Leave a Comment