সহেলি মিত্র, কলকাতা: আন্তর্জাতিক মঞ্চে ফের বাঙালির জয়জয়কার। রীতিমতো ইতিহাস গড়া হল। আসলে ইতালিতে অনুষ্ঠিত ৮২তম ভেনিস চলচ্চিত্র উৎসবে ভারত তার স্থান করে নিয়েছে। সমগ্র দেশের জন্য গর্বের বিষয় হয়ে উঠেছেন চলচ্চিত্র নির্মাতা অনুপর্ণা রয়। ‘সংস অফ ফরগটেন ট্রিস’ চলচ্চিত্রের জন্য তাকে ওরিজোন্টি বিভাগের সেরা পরিচালকের পুরষ্কার দেওয়া হয়েছে । সমাপনী অনুষ্ঠানে ওরিজোন্টি জুরির সভাপতি, ফরাসি চলচ্চিত্র নির্মাতা জুলিয়া ডুকোর্নো এই পুরষ্কার ঘোষণা করেন। এই অর্জনকে ভারতীয় চলচ্চিত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বিশ্ব দরবারে ইতিহাস গড়লেন পুরুলিয়ার মেয়ে
জানলে বিশ্বাস করবেন না, অনুপর্ণা রায় পুরুলিয়া জেলার মেয়ে। এই পুরষ্কার জেতার পর, অনুপর্ণা রায় ভেজা চোখে এই পুরষ্কারটি সেই সমস্ত মহিলাদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন যারা তাদের উপর ঘটতে থাকা অত্যাচারের বিরুদ্ধে বা কোনও বিষয়ে তাদের আওয়াজ তুলতে অক্ষম। অনুপর্ণা রায় বলেন, ‘এই ছবিটি সেই সমস্ত মহিলাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে যাদের কণ্ঠস্বর দমন করা হয়েছিল, যাদের উপেক্ষা করা হয়েছিল বা অবমূল্যায়ন করা হয়েছিল। আমি কামনা করি যে এই বিজয় কেবল সিনেমায় নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীদের আরও কণ্ঠস্বর, আরও গল্প এবং আরও শক্তি দেওয়ার অনুপ্রেরণা হয়ে উঠুক।’
সিনেমাটির বিষয়বস্তু কী ছিল?
অনুপর্ণা রায়ের এই ছবির সঙ্গে অনুরাগ কাশ্যপও যুক্ত। বিশেষ বিষয় ছিল এই বছরের ওরিজোন্টি বিভাগে অন্তর্ভুক্ত একমাত্র ভারতীয় সিনেমা ছিল ‘সংস অফ ফরগটেন ট্রিস’। মুম্বাইয়ের অভিবাসী মহিলাদের জীবনের উপর ভিত্তি করে তৈরি এই ছবিতে অস্থায়ী সম্পর্কের মধ্যে বসবাসের পথ খুঁজে বের করার জন্য অর্ধেক জনসংখ্যার একাকীত্ব, সংগ্রাম এবং আকাঙ্ক্ষাকে তুলে ধরা হয়েছে।
Indian filmmaker #AnuparnaRoy wins Best Director award in the Orizzonti section at the 82nd Venice Film Festival.
Her film, Songs of Forgotten Trees the only Indian entry in this category and tells the story of two migrant women in Mumbai. #SongsOfForgottenTrees #India🇮🇳… pic.twitter.com/lPXeujimrt
— All India Radio News (@airnewsalerts) September 7, 2025
সাদা শাড়ি পরে পুরষ্কার গ্রহণের জন্য ইতালির ভেনিসে মঞ্চে আসা কিন্তু মুখের কথা নয়। অনুপর্ণা রায় সাত সমুদ্র পেরিয়ে দেশের পোশাককে একটি বিশেষ স্থান দিয়েছেন এই মঞ্চে যা অতুলনীয়।