পুরুলিয়া কাণ্ডে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দায়ের হল FIR

SIR Hearing

প্রীতি পোদ্দার, কলকাতা: মিটেছে SIR পর্বের প্রাথমিক কাজ, বেরিয়েছে খসড়া তালিকা। কিন্তু তালিকা প্রকাশের পরে শুরু হয়েছে আরো এক উত্তেজনা। পশ্চিমবঙ্গে প্রায় ৫৮ লক্ষের নাম বাদ গিয়েছে। এদিকে চলতি সপ্তাহ থেকেই শুনানি পর্ব (SIR Hearing) শুরু করেছে রাজ্যের CEO দপ্তর। আর এই শুনানি নিয়ে শাসকদলের অন্দরেও বেশ ঝামেলা শুরু হয়েছে। এমনকি SIR নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বেরিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার শেষমেশ জ্ঞানেশ কুমারের বিরুদ্ধেই দায়ের হল অভিযোগ।

SIR শুনানির আতঙ্কে মৃত্যু বৃদ্ধের

গত শনিবার থেকে জেলায় জেলায় শুরু হয়েছে SIR শুনানির পর্ব। এই আবহে ফের আত্মহত্যার খবর পাওয়া গেল। গতকাল অর্থাৎ সোমবার পুরুলিয়ায় দুর্যন মাঝি নামে আদিবাসী সম্প্রদায়ের এক বৃদ্ধ আত্মহত্যার খবর পাওয়া গিয়েছে। ৮২ বছরের এই বৃদ্ধের দেহ উদ্ধার হয় স্থানীয় রেললাইন থেকে। পরিবারের তরফে জানানো হয়েছে, সোমবার শুনানির জন্যই SIR কেন্দ্রে যাচ্ছিলেন ওই বৃদ্ধ। তাই গত কয়েকদিন ধরেই আতঙ্কে ছিলেন। যেহেতু বাড়ি থেকে পারা ব্লকের দূরত্ব প্রায় ১০কিলোমিটার। বাড়ি থেকে বেরিয়ে টোটো ডাকতে যান। অনেক খুঁজেও টোটো পাননি। কখন শুনানিতে যাবেন, সেই নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান। পরে বাড়ির কিছু দূরে রেললাইন থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে।

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দায়ের হল অভিযোগ!

মৃত বৃদ্ধের পরিবারের অভিযোগ শুনানির আতঙ্কেই আত্মহত্যা। আর এই ক্ষোভে বৃদ্ধের ছেলে বাবার মৃত্যুতে নির্বাচন কমিশনের ভূমিকায় ক্ষোভে ফুঁসে উঠেছেন এবং আজই চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার ও রাজ্যের চিফ ইলেক্ট্রল অফিসার মনোজ আগারওয়ালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। মানসিক নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগও আনা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চলছে রাজনৈতিক চাপানউতর। জেলা তৃণমূলের ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটি আচার্য্য এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, “SIR করার নামে মানুষকে হয়রানি করার নিদর্শন আমরা দেখছি। বিভিন্ন জায়গায় আত্মহত্যার ঘটনা ঘটছে। এবার পুরুলিয়া জেলাতেও ঘটে গেল এই ভয়ংকর ঘটনা।”

আরও পড়ুন: ১২ মাসে ৬৫টি ছুটি! দেখুন ২০২৬-এ পশ্চিমবঙ্গ সরকারের ছুটির ক্যালেন্ডার

প্রসঙ্গত, শুধু পুরুলিয়া নয়, SIR শুনানির আতঙ্কে মৃত্যু হয়েছে আমতার সাবসিট এলাকার বাসিন্দা শেখ জামাত আলির। মৃতের পরিবারের অভিযোগ, SIR আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাঁর ছেলের দাবি, প্রায় পঞ্চাশ বছর ধরে পশ্চিমবঙ্গের ভোটার ছিলেন তাঁর বাবা। তার পরেও SIR শুনানিতে বাবাকে তলব করে নির্বাচন কমিশন। নথি হিসেবে ব্যাঙ্কের বই হাতের কাছে রাখার কথা বলে যান বিএলও। তার পরেই আতঙ্কিত হয়ে পড়েন বৃদ্ধ। সেখান থেকেই এই মৃত্যু বলে অভিযোগ উঠেছে।

Leave a Comment