পুরুলিয়া, ঝাড়গ্রাম আউট! রবিবার হুড়মুড়িয়ে পারদ কমল দক্ষিণবঙ্গের এই শহরতলীতে

South Bengal Weather

সহেলি মিত্র, কলকাতা: বাংলাজুড়ে জাঁকিয়ে শীতের দাপট চলছে। ভোর হোক বা রাতের তাপমাত্রা, স্বাভাবিকের নিচেই থাকছে। বেলার দিকে হালকা গরম ভাব থাকলেও বিকেল হতে না হতেই শীতের কামড় যেন আরও জাঁকিয়ে বসছে সকলের দেহে। এতকিছুর পরেও অনেকের বক্তব্য, এখনো অবধি তেমন নাকি জাঁকিয়ে ঠান্ডা পড়েনি দক্ষিণবঙ্গে (South Bengal Weather), ১০ ডিগ্রির নিচে নামেনি পারদ, যদিও ব্যতিক্রমী এক শহরতলী। যেখানে প্রতিদিনই শীত রেকর্ড গড়ছে। টেক্কা দিচ্ছে উত্তরবঙ্গকেও। নিশ্চয়ই ভাবছেন দক্ষিণবঙ্গে এমন কোন জায়গা রয়েছে? আজ রবিবার কলকাতা শহরেই বা কত ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে? চলুন জেনে নেবেন বিশদে।

দক্ষিণবঙ্গে এই অঞ্চলে হুড়মুড়িয়ে কমল তাপমাত্রা

বর্তমানে দক্ষিণবঙ্গের এমন বেশ কিছু জায়গা রয়েছে যেখানে নিত্যদিন রেকর্ড মাত্রায় তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। যেমন আজ রবিবার ছুটির দিন দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে শান্তিনিকেতনে ১১.৩ ডিগ্রি সেলসিয়াস। তবে শ্রীনিকেতনে আরও ঠান্ডা। কত কয়েকদিনে ‘শীতলতম’-এর তালিকায় প্রথম স্থান দখল করছে শহরতলি বীরভূমের শ্রীনিকেতন। রবিবার শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৩ ডিগ্রি সেলসিয়াস, দক্ষিণবঙ্গের মধ্যে যা সবচেয়ে কম। শনিবারও শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রিতে নেমেছিল। এদিকে পুরুলিয়ায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনের চেয়ে প্রায় দু’ডিগ্রি বেশি।

এদিকে পশ্চিমের জেলা তথা বাঁকুড়া তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে ১২.৭° সেলসিয়াস সেই ক্ষেত্রে কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলে তাপমাত্রা লক্ষ্য করার আছে ১৫.৮ সেলসিয়াস। এছাড়াও বাকি জায়গাগুলো সম্পর্কে বললে, মেদিনীপুরে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১২.৭ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ১৩ ডিগ্রি সেলসিয়াস, কাঁথিতে ১২.২ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে ১৩.৬, ব্যারাকপুরে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সিউড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গে বাড়ল তাপমাত্রা

এদিকে উত্তরবঙ্গে বেশ খানিকটা বাড়ল পারদ। জানা গিয়েছে, বিগত ২৪ ঘন্টায় দার্জিলিং সহ উত্তরবঙ্গের বিভিন্ন পাহাড়ি অঞ্চল ও সমভূমি অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। এমনিতে বিগত বেশ কয়েকদিন আগে দার্জিলিং জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গেলেও আজ সর্বনিম্ন তাপমাত্রা ৭.৬ ডিগ্রি রেকর্ড হয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের অন্যান্য পাহাড়ি অঞ্চলগুলোতেও বিগত দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে তা বলে শীত কমে গিয়েছে সেটা ভাবলে ভুল হবে। আপাতত উত্তরবঙ্গে শীতের আমেজ বজায় থাকবে ভালো মতো বলে খবর।

Leave a Comment